হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নামফলক বসানো হয়েছে
লেখা ও ছবি : ইফতেখার আহমেদ ফাগুন
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়’র অস্থায়ী ক্যাম্পাসের নামফলকটি স্থাপন করা হয়েছে। শহরের কাছের উপজেলা সদরের ভাদৈ এলাকায় ফলকটি স্থাপন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ‘হবিগঞ্জ-৩’ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। তার সঙ্গে ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।
তারা বিশ্ববিদ্যালয়ের আচার্য-বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের কাছে হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ বিভাগের প্লান্ট প্যাথলজি অ্যান্ড সিড সায়েন্সের অধ্যাপক ড. মনিরুল ইসলাম সোহাগ, এগ্রিকালচার কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, এগ্রিকালচারাল কন্সট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম রানা নামফলক কার্যক্রমে অংশ নিয়েছেন।
এরপর তারা সবাই মিলে আল্লাহর কাছে কৃষি বিশ্ববিদ্যালয়টির উন্নতির জন্য দোয়া করেছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ড. মো. আবদুল বাসেত বলেছেন, ‘শুরুতে অনানুষ্ঠানিক নামফলক স্থাপন করতে হয়। পরে ব্যাপকভাবে বাংলাদেশের নামকরা শিক্ষাবিদদের নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়টি চালু করবো। ধীরে, ধীরে শিক্ষা কার্যক্রম শুরু হবে। তখন উদ্বোধন করা হবে।’
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত বলেছেন, ‘আগামী বছর ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে আমাদের পাঠদান ও গবেষণা কার্যক্রমের শুরু হবে। তিনটি অনুষদ চালু করা হবে। একটি হলো এগ্রিকালচার, অন্যটি মাৎস্য আর সর্বশেষ হলো এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি।’
তিনি ২০২১ সালের ২২ মার্চ চ্যান্সেলর বা আচার্যের মাধ্যমে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০’ মোতাবেক আইনের ১০(১) ধারায় চার বছরের জন্য নিয়োগ লাভ করেছেন। অধ্যাপক ড. মো. আবদুল বাসেত প্রথম মেয়াদে ২০২৫ সালের ২২ মার্চ পযন্ত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
ওএস।