মেঘ-পাহাড়ের মিতালিতে সাজেকে বসন্ত
সাজেক বললেই চোখে ভেসে মেঘ পাহাগের মিতালি। নিজেকে মেঘের রাজ্যে বিলিয়ে দেওয়া। ছুঁয়ে দেখা মেঘ। মেঘের পরশে শীতল হওয়া।
ঋতুরাজ বসন্তে প্রকৃতি সাজে আপন এক অনন্য রুপে। সবুজ পাহাড়ও সাজে তার নিজের খেয়ালে। এই বসন্তে মেঘের উপত্যকা সাজেক ভ্যালীর প্রকৃতি সেজেছে ভিন্ন রুপে।
মেঘের রাজ্যে বর্ষা মৌসুমের মত সবুজের সমারোহের উপস্থিতি ও মেঘ পাহাড়ের মিতালী দেখা না গেলেও ভ্রমণপিপাষু পর্যটকের সংখ্যা কম নয়। মেঘ না থাকলেও সাজেকের প্রকৃতি সেজেছে ভিন্ন এক মায়াবী রুপে।
এই বসন্তের রূপ দেখতে প্রচুর পর্যটক এখনো ছুটে যাচ্ছে সাজেকে। দিন- রাত সমান তালে ছুটে চলে সাজেকে প্রাণ প্রকৃতির কোলে পর্যটকরা।
সন্ধ্যা নামলেই দেখা যায় এক ভিন্ন সাজেকের যার পরদে পরদে রয়েছে মুগদ্ধতা রাতের সাজেকে পথ, হোটেল-মোটেল, রেস্টুরেন্ট সবই মুখরিত হয়ে থাকে পর্যটকদের পদচারণায়। আলোকসজ্জা করা হয় কটেজ দোকানগুলো।
সন্ধ্যায় ফানুস উড়িয়ে কস্ট সব দূর আকাশে উড়িয়ে দেয় । আগুন জ্বালিয়ে ক্যাম্প ফায়ারে মেতে থাকে ভ্রমণপিপাষুরা।
হ্যালিপ্যাডের পাশে সারি সারি সাজিয়ে রাখা স্টিডফুডের দোকানে পর্যটকের ভিড় নানা রকমের খাবারের স্বাদ নিতে ব্যস্ত সবাই। কেউবা বাঁশের চায়ে চুমুক দিয়ে সারাদিনের ক্লান্তি দুর করছেন। প্রিয় মানুষের সাথে খাবার স্বাদ নিয়ে স্বরণীয় করে রাখছেন ভ্রমনটিকে।
নিরাপদ সাজেকের পথে পথে দল বেধে হেঁটে হেঁটে রাতের সাজেক দেখখে সবাই চায়ের আড্ডায় সাজেকের রূপের বর্ননা দেওয়া। গানে মজে থেকে পার করে রাত। রাস্তার পাশে বসে টিপস বক্স সামনে রেখে চলে গিটার হাতে কোন এক গায়কের গান।
পথেই গ্রিল বা চিকেন কাবাব শহুরে খাবারের স্বাদ পরক করে দেখা। সাজেকের পথে পথে হেঁটে হেঁটেই রাত পার করে দিচ্ছে অনেক পর্যটক। দুর পাহাড়ের সাজেক যেন নির্ঘুম রাত কাটে ভ্রমন পিপাষুদের উল্লাসে। এযেন একখন্ড ভূমি বা পাহাড় নয় যেন স্বর্গরাজ্য।
এএজেড