শরীয়তপুরে সেতুর লঞ্চের ধাক্কা, নিহত ৩
শরীয়তপুরের গোসাইরহাটে সেতুর সঙ্গে ধাক্কা লেগে ঢাকা-ডামুড্যাগামী স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চের ছাদে থাকা পানির ট্যাংক পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
নিহতরা হলেন- সাগর আলী, শাকিল আহমেদ ও তানজিল।
রবিবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাইক্ষ্যা সেতুর সঙ্গে ধাক্কা লাগে লঞ্চটির। বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে স্বর্ণদ্বীপ প্লাজা লঞ্চটি রাতে ডামুড্যার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি গোসাইরহাটের সাইক্ষ্যা সেতুর সঙ্গে ভোরে ধাক্কা লাগে। এতে করে লঞ্চে থাকা পানির ট্যাংকি ফেটে নিচে পড়ে যায়। তখন নিচে শুয়ে থাকা যাত্রীদের গায়ে পড়ে। ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায়। নিহতরা সাগর আলী জামালপুরের বোরহান আলীর ছেলে, শাকিল আহমেদ টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে ও তানজিল গোসাইরহাটের শা্হ আলী মোল্লার ছেলে। এ ছাড়া আহত দুইজন হলেন- হিরা ও সাগর রাব্বি। তাদের উদ্ধার করে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর মধ্যে একজনকে ঢাকা পাঠানো হয়।
স্থানীয় ব্যবসায়ী রফিক মাঝি বলেন, আমি নামাজ পড়ার জন্য ভোরে নদীতে যাই অজু করতে। হঠাৎ করে লঞ্চের সঙ্গে ব্রিজের ধাক্কা লাগে। কাছে দিয়ে দেখি লঞ্চের উপরের অংশ ভেঙে পড়ে আছে। এমন অবস্থায় কয়জনকে আহত দেখেছি। পরে শুনেছি তিনজন মারা গিয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে লঞ্চের কাউকে পাওয়া যায়নি। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা লঞ্চের পানির ট্যাংকির নিচে চাপা পড়া পাঁচজনকে উদ্ধার করি। তাদের মধ্যে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পাঠানো হয়। আর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত লঞ্চটি আমাদের হেফাজতে রয়েছে।
এসএন