শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‌লাইফ এক্সপেরিয়েন্স ক্যাম্প

দারুণ কোনো অভিজ্ঞতা মানুষের জীবনকে বদলে দিতে পারে, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তকে যেমন পরিবর্তন করে ফেলতে পারে তাকে। তেমনি এই অর্জনগুলো পরিণত করতে পারে মানুষকে ভিন্ন, অভিজ্ঞ ও দূরদৃষ্টি সম্পন্ন কোনো মানুষে। ভিন্ন কোনো ক্ষেত্রে অভিজ্ঞতা জীবন সম্পর্কেও নতুন করে ভাবতে শেখায়। তরুণ, তরুণীরা যেন তাদের জীবনকে ব্যাতিক্রমভাবে, সৃজনশীলতার মাঝে খুঁজে নিতে পারে, নিজেদেরকে আবিষ্কার করতে পারে নতুনভাবে, জীবনের নানা সব সুযোগ ও জীবনের বৈচিত্র্যময় দিকের সাথে পরিচিত হতে পারে এজন্য সব ভিন্ন, ভিন্ন অভিজ্ঞতার মিশেলে অনুষ্ঠিত হয়ে গেলো ‌‘লাইফ এক্সপেরিয়েন্স ক্যাম্প-২০২২’। ব্যতিক্রমী ধারণা ও অভিজ্ঞতাগুলো নিয়ে প্রথমবারের মতো ক্যাম্পটি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ‘গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং (জিসিএফআইএল)’, ‘ট্রাভেল বাংলাদেশ’ ও ‘ভলান্টিয়ার অপরচুনিটিস’। ট্রাভেল বাংলাদেশ আহসান রনির গড়া।

তাদের ভেন্যু ছিলো সাগরকন্যা কক্সবাজারে। গিয়েছেন হিমছড়ির ক্যাম্প ইন কক্স নামের একটি ন্যাচারাল রিসোর্টেও। ক্যাম্পে ছিল ভোরে মেডিটেশন, ওয়ার্মআপ, মেরিন ড্রাইভিং, সি বিচ উপভোগ, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ, আলোচনা, নানা খেলা, এক্টিভিটিজ, ক্যাম্পফায়ার।

৭ ও ৮ অক্টোবর দুদিনের আয়োজন। প্রথমদিন কক্সবাজারের ট্যুরিজম ও ট্রাভেল নিয়ে কথা বলেন কক্সবাজার সিটি কলেজের হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মইনুল হাসান পলাশ, হোটেল বিজনেস ও ট্যুরিজম নিয়ে কথা বলেন প্রাণ-আরএফএল গ্রুপের নাসির উদ্দিন, মিয়ানমারের দুর্গত মুসলিম সম্প্রদায়, এনজিওকর্ম শেয়ার করেন ইউএনএসসিআরের সাবেক কর্মকর্তা ফারহানা জাহান ও হল্যান্ডভিত্তিক এমএসফের অপারেশন্স কর্মকর্তা মমতাজ পারভীন।

এই দিন সন্ধ্যায় বঙ্গোপসাগরের তীরে সূর্যাস্ত উপভোগ ও আড্ডা। রাতে ডিনার। শেষ সেশন। তারপর ক্যাম্পফায়ার। সেশনে অংশগ্রহণকারীরা নিজ, নিজ জীবনের অভিজ্ঞতা আলোচনা করেছেন। তাদের সঙ্গে ছিলেন এনজিও পালসের কর্মকর্তা অমিত তুষার। সেশন শেষে রাতযাপন তাঁবুতে।

ভোরে সমুদ্রের গর্জনে ঘুম ভাঙল আমাদের সকলের। পরিকল্পনা ছিলো মেডিটেশন, ওয়ার্মআপ, মেরিন ড্রাইভে রানিং। বাংলা চ্যানেল বিজয়ী সাঁতারু শুভ্র মাহমুদ কামালের নেতৃত্বে শুরু হয়ে যায় কাজ। প্রথমে হালকা ওয়ার্মআপ এরপর তার নেতৃত্বে ম্যারাথন রানিং। নারী-পুরুষ-শিশু সবাইর রানিং ছিল দারুণ আনন্দময়। দৌড় শেষে রেজুখালে গিয়ে সমুদ্রের সঙ্গে মিতালী। আবার ফেরা ক্যাম্পে। তারপর আড্ডা।

দুপুর ১২টা থেকে ক্যাম্পিংয়ের ওপর প্রশিক্ষণ। মেন্টর ছিলেন ক্যাক্স ক্যাম্পিং ইন এর ইনচার্জ শাওন সুজন। পাহাড়, সমতল ও সমুদ্রে ক্যাম্পিং এর নিয়ম-কানুনসহ যাবতীয় বিষয়ে এই সেশনে এক্টিভিটিজের মাধ্যমে শেখান তিনি। দ্বিতীয় সেশন ছিলো টিম বিল্ডিং ও নেটওয়ার্কিং। পরিচালনা করেন হেল্প দ্য ফিউচারের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ খালেদ। উপভোগ্য দুটি সেশন শেষ করতে, করতে দুপুরের খাবারের সময় ঘনিয়ে এলো। খেয়েদেয়ে দেখতে, দেখতে লাইফ এক্সপেরিয়েন্স ক্যাম্পের সমাপনী সেশনের সময় চলে এলো। বিকাল তিনটায়। কক্সবাজারের তারুণ্য, আইনশৃঙ্খলা, সংকট, সম্ভাবনা বিষয়ে সেশন। অতিথি ও প্যানেলিস্ট সহকারী পুলিশ সুপার (চকরিয়া) ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তফিকুল আলম। বিশ্ববিদ্যালয় জীবন থেকে কর্মজীবনে, কক্সবাজারের আইনশৃঙ্খলা ও তরুণ নেতৃত্ব তাদের কাজ প্রভৃতি বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন।

ছিল ‘বেস্ট ক্যাম্পার অ্যাওয়ার্ড’ ও ‘সার্টিফিকেট বিতরণ’। পুরো ক্যাম্পে বেস্ট পারফরম্যান্সের ওপর বেস্ট ক্যাম্পার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। হয়েছেন নাভানা আফরোজ, সুকান্ত দে, ও নবমের ছাত্রী অহি।

ট্রাভেল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিখ্যাত ছাত্র আহসান রনি সঞ্চালনা করেছেন ক্যাম্প সমাপনী। ধন্যবাদ জ্ঞাপন করেছেন লাইফ এক্সপেরিয়েন্স ক্যাম্পের ডিরেক্টর ও গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিংয়ের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আমি সাইফুল্লাহ সাদেক। আমরা বলেছি, নিজেকে নতুন, নতুন দিক ও জীবনের অভিজ্ঞতায় সম্পৃক্ত করার এমন ক্যাম্পের উদ্যোগ যেন সবসময় অব্যাহত থাকে এই প্রত্যাশা।

লেখা ও ছবি : সাইফুল্লাহ সাদেক।

ওএফএস।

Header Ad
Header Ad

বাড়তে পারে ৬৫ পণ্যের দাম, ভ্যাট বৃদ্ধির প্রস্তাব

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক বৃদ্ধির লক্ষ্যে সরকার ৬৫টি পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানোর প্রস্তাব করছে। এর ফলে বাজেটের আগেই এসব পণ্যের মূল্য বাড়তে পারে।

এ তালিকায় রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, ফলমূল, সাবান, সিগারেট, টিস্যু পেপার, মিষ্টি, এলপি গ্যাস, বিমান টিকিট এবং হোটেল-রেস্তোরাঁর খাবারের খরচসহ আরও অনেক পণ্য। বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করেছেন, এ উদ্যোগ সাধারণ জনগণের ওপর আর্থিক চাপ বাড়াবে এবং মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিকে আরও সংকটময় করবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর্মকর্তা জানান, বাজেটের সময় ভ্যাট পরিবর্তন করা হয়, তবে এবারের পরিস্থিতি আলাদা। অর্থ মন্ত্রণালয় আইএমএফের কাছ থেকে ঋণ পেতে কর-জিডিপি অনুপাত ০.২ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। সেই লক্ষ্যে অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

তবে এ পদক্ষেপ মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরও বাড়িয়ে তুলতে পারে। চলমান পরিস্থিতিতে চাল, চিনি, ভোজ্য তেলসহ সাতটি নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্কছাড় দিলেও মাঝপথে ভ্যাট বৃদ্ধির এই উদ্যোগ সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়কে আরও কঠিন করে তুলতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের এ সিদ্ধান্ত মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের জন্য আর্থিক দুশ্চিন্তা বাড়াবে এবং জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব ফেলবে।

Header Ad
Header Ad

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণের আহ্বান

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সম্পর্কিত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এসব তথ্য আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের কাছে থাকা এসব তথ্য গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করার অনুরোধ করা হয়েছে।

এছাড়া, একই সময়ের মধ্যে এসব তথ্য পেনড্রাইভে ধারণ করে সরাসরি গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (২য় তলা, ভবন নং-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০) হস্তান্তর করারও সুযোগ রয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লিখিত এই উদ্যোগের মাধ্যমে গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিকভাবে মূল্যবান হবে।

Header Ad
Header Ad

স্ত্রীসহ খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

স্ত্রীসহ খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সাথে ছিলেন তার স্ত্রী। খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান ও তার স্ত্রী প্রায় ৪০ মিনিটের মতো ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাড়তে পারে ৬৫ পণ্যের দাম, ভ্যাট বৃদ্ধির প্রস্তাব
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণের আহ্বান
স্ত্রীসহ খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান
রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়
ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং
ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১
নওগাঁয় একবছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫
অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
বাংলাদেশ আমাদের হারানো ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ
জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত, অটো গ্যাসের দাম সামান্য কম
বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক
টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয়
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ
ভারতে তুলনামূলক হারে কমেছে বাংলাদেশী পর্যটক
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
কেন খাবেন সারা রাত ভেজানো কিশমিশ-পানি
বছরের শুরুতেই উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, নারীসহ আহত ১৫!
বিপিএলে এক ম্যাচেই ৭ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক