১২৩তম দেশে পা রাখলেন বিশ্বপর্যটক কাজী আসমা
অনেকদিন ধরে চেষ্টার পর অ্যাঙ্গোলা ট্যুরের মধ্যদিয়ে ১২৩তম দেশে পা রাখলেন বিশ্বপর্যটক কাজী আসমা আজমেরী।
তিনি বলেন, ‘কতটা জটিলতার ভেতরে পথ অতিক্রম করতে হয় সে শুধু তারাই বুঝতে পারবে যারা বিদেশ ভ্রমণ করে। অনেকদিন ধরে অ্যাঙ্গোলা যাব বলে সাউথ আফ্রিকার প্রিটোরিয়ার দূতাবাসে চক্কর দিয়েছি শেষমেষ ভিসা অফিসের কর্মকর্তা আমার তালিকা করেছে।’
গত বছরের সেপ্টেম্বর থেকে আসমা অপেক্ষা করছিলেন কবে অ্যাঙ্গোলার বর্ডার খুলবে। এবছর ১৯ মার্চ উইন্ডহুক থেকে ইন্টারকেপ বাসে করে টানা ১২ ঘণ্টা জার্নি করে পৌঁছান সকালবেলায় অসিক্যাঙ্গো বর্ডার শহরে এসে পৌঁছান। তারপর পায়ে হেঁটে ইমিগ্রেশন ক্রস করে অ্যাঙ্গোলার ওন্ডজিভা শহরে পৌঁছান ২১ মার্চ।
আফ্রিকার ৬৭টি দেশ ভ্রমণ করেছেন কাজী আসমা।
ওন্ডজিভা শহরে থেকে তারপর চলে যাবেন ‘লোন’ ন্যাশনাল পার্কে যার দূরত্ব কিলোমিটার। অধিকাংশ পার্কে যাওয়ার জন্য আফ্রিকার কোনো সরকারি বাস কিংবা ট্যুরের ব্যবস্থা খুবই কম। ট্যুরগুলোর অধিকাংশ খুবই ব্যয়বহুল।
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে পৃথিবীর বুকে ১২৩তম দেশ অ্যাঙ্গোলায় পদচারণা করলেন
কাজী আসমা।
এমএমএ/