আর্টিফ্যাক্ট' টিকটকের টেক্সট এডিশন!
'ইনস্টাগ্রাম থেকে পদত্যাগের প্রায় সাড়ে চার বছর পর নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ নিয়ে প্রযুক্তি বাজারে ফিরেছেন ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রিগার।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) তারা তাদের নতুন অ্যাপ আর্টিফ্যাক্ট (Artifact) উন্মোচনের ঘোষণা দিয়েছেন।
প্রতিষ্ঠাতাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে আর্টিফ্যাক্ট অ্যাপটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত এবং অ্যাপটি ব্যক্তিগত নিউজফিডের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
এক ইনস্টাগ্রাম পোস্টে ক্রিগার লিখেছেন নতুন এই সেবাটি চালু করতে তিনি এবং সিস্ট্রম দীর্ঘ এক বছরেরও বেশি সময় একদল মেধাবী সদস্যদের সঙ্গে নিয়ে পরিশ্রম করেছেন।
ক্রিগার আরও লিখেছেন, তারা ধীরে ধীরে অ্যাপটির সক্ষমতা বৃদ্ধি করছেন এবং ব্যবহারকারীদের প্রবেশ করতে দিচ্ছেন।
অ্যাপটিতে যোগদানে আগ্রহীদের জন্য মঙ্গলবার একটি অপেক্ষমাণ তালিকা খোলা হয়েছে।
প্ল্যাটফরমার সরবরাহকৃত প্রতিবেদন অনুসারে, আর্টিফ্যাক্ট অ্যাপটি মূলত ইনস্টাগ্রামের একদম বিপরীত। এই অ্যাপটিতে ছবির চেয়ে লেখার উপর বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ব্যবহারকারীর আগ্রহের উপর ভিত্তি করে আর্টিফ্যাক্ট বিষয়বস্তু সুপারিশ করবে এবং তা বন্ধুদের সঙ্গে আলোচনা করা যাবে। প্রধান নিউজফিডে ব্লগারদের কাছে জনপ্রিয় বিশ্বের বিখ্যাত গণমাধ্যম ও বিভিন্ন সংস্থার নিবন্ধগুলো প্রদর্শিত হবে আর ব্যক্তিগত ফিডে ব্যবহারকারী যেসব বিষয়ে ক্লিক করেছেন কেবল সেসব দেখাতে পাবেন।
তবে এসব বিষয়ে বিস্তারিত জানতে আর্টিফ্যাক্ট এর কোনো মন্তব্য এখনো জানতে পারেনি সিএনএন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পরিবর্তন ও বিপ্লবের সময়ে নতুন এই অ্যাপের আত্মপ্রকাশ ঘটল। একদিকে ইলন মাস্কের টুইটারের স্থিতিশীলতায় অনিশ্চয়তা, অপরদিকে টিকটকের অবিশ্বাস্য অগ্রগতি দেখে ইনস্টাগ্রামসহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমই টিকটকের ফিচার অনুকরণ করছে। প্ল্যাটফরমার অবশ্য 'আর্টিফ্যাক্ট'কে টিকটকের টেক্সট এডিশন এবং টুইটারের ওপর আচমকা আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছে।
২০১০ সালে ইনস্টাগ্রাম প্রতিষ্ঠার পর ২০১২ সালে ১ বিলিয়ন ডলারের বিনিময়ে মেটার কাছে তা বিক্রি করে দিয়েছিলেন সিস্ট্রম ও ক্রিগার। ২০১৮ সালে মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সঙ্গে মনোমালিন্য হওয়ায় ইনস্টাগ্রাম থেকে পদত্যাগ করেন তারা।
প্ল্যাটফর্মারের মতে, সিস্ট্রম এবং ক্রিগার ভবিষ্যতের সামাজিক অ্যাপগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি উদ্যোগ তৈরি করেছেন। আর আর্টিফ্যাক্ট সেই উদ্যোগের প্রথম পণ্য।
/এএস