স্মার্টফোনে ইন্টারনেটের গতি কম? জেনে নিন বাড়ানোর কৌশল
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
আপনার স্মার্টফোনে ধীর ইন্টারনেট সংযোগ একটি বড় অসুবিধার কারণ হতে পারে। বিশেষত কেউ যখন ভিডিও স্ট্রিম, সামাজিক মাধ্যমে ব্রাউজিং অথবা চলার পথে কাজ করতে গিয়ে এই সমস্যা বিরক্তের কারণ হতে পারে। ইন্টারনেটের এই ধীর গতি পুরোনো সফটওয়্যার থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপ্লিকেশন পর্যন্ত অনেক কারণই হতে পারে। কিন্তু কিছু কৌশল মেনে চললে ইন্টারনেটের গতি বাড়ানো সম্ভব।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ফোনে ইন্টারনেট ধীর গতির জন্য বেশ কিছু কারণ রয়েছে। যেগুলো ব্যবহারকারীরা প্রথমে বুঝতে পারে না। ফলে ফোন পরিবর্তন, ডাটা বা ব্রডব্যান্ড পরিবর্তনও করে থাকে। কিন্তু কিছু কৌশল গ্রহণ করলে সহজেই ইন্টারনেটের গতি বাড়ানো সম্ভব।
আপডেট:
পুরোনো সফটওয়্যার প্রায়ই দুর্বল নেটওয়ার্ক পারফরম্যান্সের জন্য দায়ী হতে পারে। সব সময় সফটওয়্যার বা অ্যাপ আপডেটের দিকে নজর রাখতে হবে। সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে আপডেট সময়মতো ইনস্টল করতে হবে।
ব্যাকগ্রাউন্ড অ্যাপস:
ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপস অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য ডেটা ব্যবহার করতে পারে যা আপনার অজান্তেই ইন্টারনেটকে ধীর করে দিতে পারে। ডেটা সংরক্ষণ এবং ইন্টারনেট গতি বাড়ানোর জন্য যেসব অ্যাপ আপনি ব্যবহার করছেন না সেগুলি বন্ধ করে দিন।
ভিপিএন ব্যবহার:
অনেকেই মনে করেন ভিপিএন ইন্টারনেট ধীর করে দেয়। কিন্তু কিছু ক্ষেত্রে এটি গতি বাড়াতেও সহায়ক হতে পারে। এটি আপনার ট্রাফিক এনক্রিপ্ট করে এবং সুরক্ষিত সার্ভারের মাধ্যমে রুট করে, যা আরও স্থিতিশীল এবং দ্রুত সংযোগ দিতে পারে।
ভিন্ন নেটওয়ার্ক ব্যবহার:
যদি আপনার বর্তমান নেটওয়ার্ক ধীর গতি থাকে তাহলে অন্য কোনো নেটওয়ার্কে সংযোগের চেষ্টা করে দেখতে পারেন। যেমন- পাবলিক ওয়াই-ফাই হটস্পট। এটি আপনাকে নির্ধারণ করতে সাহায্য করতে পারে যে সমস্যাটি ফোনে নাকি নেটওয়ার্কে।
অ্যাড ব্লকার ব্যবহার:
পপ-আপ বিজ্ঞাপনগুলি অতিরিক্ত কন্টেন্ট (যেমন-ছবি ও লিংক) লোড করার জন্য ডেটা ব্যবহার করে। যা ইন্টারনেটকে ধীর করতে পারে। একটি অ্যাড ব্লকার ইনস্টল করলে এই বিজ্ঞাপনগুলো থেকে রেহাই পাওয়া যাবে। এবং আপনার ব্রাউজার দ্রুত ওয়েবসাইট লোড করতে পারবে। গুগল প্লে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার অ্যাপ রয়েছে- যেটি আপনার জন্য ভালো কাজ করে সেটি বেছে নিন।
ক্যাশে এবং কুকিজ পরিষ্কার করুন:
আপনার ফোন সময়ের সঙ্গে সঙ্গে অ্যাপ থেকে তথ্য জমা করে। যা নেটওয়ার্কের গতি কমাতে পারে। ক্যাশে এবং কুকিজ পরিষ্কার করা ইন্টারনেটের পারফরম্যান্স বাড়াতে সাহায্য করতে পারে। এটি করতে প্রথমে আপনার Settings এ যেতে হবে সেখানে Apps & notifications অপশনে ক্লিক করে See all apps এ যাবেন তারপর একটি অ্যাপ ট্যাপ করে Storage & cache অপশন পাবেন সেখানে Clear cache এবং Clear storage এ ক্লিক করুন।
নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন:
উপরের টিপসগুলি কাজ না করলে আপনার মোবাইল নেটওয়ার্ক সেটিংস রিসেট করলে সমস্যাটি সমাধান হতে পারে। নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে যান
ম্যাক্সিমাম লোডিং ডেটা অপশন:
অ্যান্ড্রয়েড ফোনে Wireless এবং Network সেটিংসের অধীনে একটি বৈশিষ্ট্য রয়েছে যার নাম GPRS to Data Prefer। এটি ম্যাক্সিমাম লোডিং ডেটা অপশন নামেও পরিচিত। যা আপনার ফোনকে প্রতিটি সাইটে আরও বেশি ডেটা ডাউনলোড করতে সক্ষম করবে। ইন্টারনেটের গতি বৃদ্ধি করে এবং ব্রাউজারের লোডিং টাইম উন্নত করে।