মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ বাছাইপর্বে পেরুকে ১-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে ক্যারিয়ারের ৩৭৯তম অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।
বুধবার (২০ নভেম্বর) বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত ম্যাচে স্ক্যালোনির দল বছরের শেষ ম্যাচে জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়েছে। যদিও ইনজুরির কারণে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয়েছিল আর্জেন্টিনাকে।
ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-মার্টিনেজরা। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার জন্য জয়ের নায়ক হয়ে ওঠেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৫৫ মিনিটে মেসির ক্রস থেকে হাফ ভলিতে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এদিন মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫৮তম অ্যাসিস্ট করেন, যা তাকে ল্যান্ডন ডোনোভানের সঙ্গে যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় নিয়ে এসেছে।
এই জয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
অন্যদিকে, হতাশাজনক পারফরম্যান্সে বছর শেষ করেছে ব্রাজিল। একই দিনে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা।
উরুগুয়ের হয়ে ম্যাচের ৫৫ মিনিটে ফেদরিকো ভালভার্দে গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৬২ মিনিটে গারসনের গোলে সমতা ফেরায় ব্রাজিল। এর পরেও আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ব্রাজিলের ফরোয়ার্ডরা।
১২ ম্যাচে ৫ জয় ও ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল বাছাইপর্বের পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে। উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে।
আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাসে বছর শেষ হলেও ব্রাজিলের জন্য এটি হতাশার এক অধ্যায় হয়ে থাকল।