বাংলাদেশিদের নোংরাভাবে উপস্থাপন করে ভারতের বিজেপির নির্লজ্জ নির্বাচনী প্রচারণা
বাংলাদেশিদের নোংরাভাবে উপস্থাপন করে ভারতের বিজেপির নির্লজ্জ নির্বাচনী প্রচারণা। ছবি: সংগৃহীত
ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশিদের নিয়ে অবমাননাকর ভিডিও তৈরি করে সমালোচনার মুখে পড়েছে ভারতের শাসক দল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের ধারাবাহিকতায়, নির্বাচনী প্রচারণায় "অনুপ্রবেশকারী বাংলাদেশি"দের নোংরা এবং সমাজবিরোধী হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রচারণায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি সাজানো-গোছানো বাড়িতে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে এবং পরিবেশ নষ্ট করছে। ভিডিওতে "অনুপ্রবেশকারীদের" শরীর থেকে দুর্গন্ধের মতো অশোভন ইঙ্গিত দেওয়া হয়। পরে ভিডিওতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এমন পরিস্থিতি রোধের কথা বলা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভিডিওটির মাধ্যমে মুসলিম এবং বাংলাদেশিদের কুরুচিকরভাবে উপস্থাপন করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশন ভিডিওটি প্রচার থেকে সরানোর নির্দেশ দিলেও, এটি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।
বিজেপির এই প্রচারণা সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়ার পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।