মেলবোর্নে টেনিস উপভোগ করলেন বিল গেটস

মেয়েদের এককে দুই ফাইনালিস্টকে পেয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চ। শিরোপার লড়াই নিশ্চিত করেছেন এলেনা রিবাকিনা এবং আরিনা সাবালেঙ্কা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সেমিফাইনালের বাধা টপকে গেছেন তারা। দিনের প্রথম সেমি উপভোগ করতে মেলবোর্ন পার্কে উপস্থিত হয়েছিলেন বিল গেটস।
এদিন দুপুরে রড লেভার অ্যারেনায় সেরা চারের প্রথম ম্যাচে রিবাকিনার প্রতিপক্ষ ছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, যা তিনি ৬-৭ (৪/৭), ৩-৬ গেমে হেরে যান তিনি।
বিল গেটস কার পক্ষে ছিলেন তা জানা যায়নি। তবে কোর্টসাইডে বসে দুই ললনার খেলা উপভোগ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
বিল গেটস একা হাজির হননি কোর্টে। বিশিষ্ট এই সমাজসেবকের সঙ্গে ছিলেন তার বোন ক্রিশ্চিয়ান গেটস।
এ ছাড়া, এদিন মেলবোর্নে উপস্থিত হয়েছিলেন টেনিস কিংবদন্তি বিলি জিন-কিং। কোর্টসাইডে ছিলেন মেলবোর্নের মেয়র স্যালি ক্যাপ।
এমএমএ/
