নভেম্বরে আইসিসির মাস সেরা ক্রিকেটারের মনোনয়নে বাংলাদেশের নাহিদা
নভেম্বরে আইসিসির মাস সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ২১ বছর বয়সি নাহিদা আক্তার।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) আইসিসির প্রকাশিত তালিকায় এ তথ্য জানানো হয়েছে।
সেরা হওয়ার লড়াইয়ে তার সঙ্গে আছেন আরো দুইজন। তারা হলেন- পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
পুরুষদের তালিকায় বাংলাদেশের কেউ নেই। যে তিনজন মনোনয়ন পেয়েছেন তারা হলেন- পাকিস্তানের আবিদ আলী, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও নিউ জিল্যান্ডের টিম সাউদি।
নভেম্বরে বাংলাদেশ দল খেলতে গিয়েছিল জিম্বাবুয়েতে। নাহিদার অর্জন ছিল ১৩ উইকেট। প্রথমে তারা জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলেছিলেন। সেখানে নাহিদা পেয়েছিলেন ১১ উইকেট। বাকি ২ উইকেট ছিল বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে তিনি পেয়েছিলেন ২ উইকেট।
এমপি/এসএন