বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সাজিদ বিষে নীল বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ের ভয়াবহতা থেকে বের হয়ে আসতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে কিছুটা প্রতিরোধ গড়তে পারলেও ঢাকা টেস্টে বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। পাকিস্তানের ৪ উইকেটে পাক্কা ৩০০ রানে ইনিংস ঘোষণার পর মাত্র ২৬ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়ে প্রচণ্ড ধুঁকছে বাংলাদেশ।

খেলা হওয়ার কথা ছিল ৫০ ওভার। কিন্তু আলো স্বল্পতার কারণে তা আর সম্ভব হয়নি। তা না হলে যেভাবে ধুঁকছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, তাতে অলআউট হওয়া ছিল সময়ের ব্যাপার!আলোর স্বল্পতার কারণে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে ৭ উইকেট হারিয়ে রান করেছে মাত্র ৭৬। স্পিনার সাজিদ খান একাই তুলে নেন ৬ উইকেট। এটি তার ক্যরিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ বা ততোাধিক উইকেট সংগ্রহ। অপর উইকেটটি ছিল রান আউট।

বুধবার (৮ ডিসেম্বর) খেলার শেষ দিন। যেভাবে স্পিনাররা সুবিধা পাচ্ছেন,সেখানে আবার কাল সকালে যোগ হবে পেসারদের গতি। এ দুই মিলে বাংলাদেশের জন্য এখন টেস্ট বাঁচানোই সত্যিকার অর্থে কঠিন হয়ে পড়েছে? আগামীকাল খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। খেলা হবে ৯৮ ওভার।

বাংলাদেশ ও পাকিস্তানের ঢাকা টেস্টের প্রথম তিন দিনের দুই দিনেরও বেশি সময় খেলাই হয়নি বৃষ্টি ও আলোর স্বল্পতার কারণে। চতুর্থ দিনও এক ঘণ্টা ২০ মিনিট নষ্ট হয়েছে ভেজা আউট ফিল্ডের কারণে। এ রকম অবস্থায় টেস্টের কোনো প্রাণই থাকে না। গতিপথ ড্র-ই লেখা হয়ে যায়। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়াতে পাকিস্তান ফলাফলের দিকে নজর দিয়েছে। যে কারণে মঙ্গলবার পাকিস্তান খুব বেশি সময় ব্যাট করেনি। চা বিরতির আগেই ৪ উইকেটে ৩০০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। যার পুরো ফায়দাই তারা তুলে নিয়েছে। ম্যাচ এখন পুরোটাই তাদের নিয়ন্ত্রণে।

কন্ডিশনের কথা বিবেচনা করলে পেসারদের ফায়দা পওয়ার কথা। কিন্তু সেখানে পাকিস্তানের স্পিনাররা রাজত্ব করেছেন একাই। আলোর স্বল্পতার কারণে ফ্লাড লাইট জ্বালানো হয়। কিন্তু তাতেও পেস বোলারদের বল খেলা সম্ভব নয়। পাক দলপতি বাবর আজম শুধু স্পিনার দিয়ে বোলিং শুরু করেন। আর এর ফায়দা তুলে নেন পুরোটাই। যে ২৬ ওভার খেলা হয়েছে, সেখানে শুধু শাহীন শাহ আফ্রিদী প্রথম ওভার করেছিলেন। এরপর সাদিজ খান ও নোমান আলী মিলে করেন ১২ ওভার করে। সাজিদ খান ৩৫ রানে ৬ উইকেট নেন। নোমন আলী ৩৩ রান দিয়ে কোনো উইকেট না পেলেও বেশ ভুগিয়েছেন। উইকেট স্পিন ধরছে দেখে বাবর আজম ৩৬ টেস্টের ক্যারিয়ারে প্রথমবারের মতো বল হাতে তুলে নেন দিনের শেষ ওভারে। ওই এক ওভারেই তিনি ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন।

সাজিদ খান উইকেট পেয়ে কী আসলেই খুব বেশি ভীতি ছড়িয়েছেন? তার বিষেই বাংলাদেশের ব্যাটসম্যানেরা নীল হয়েছেন? আসলে কিন্তু তা নয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় যে সমস্যা ‘ধৈয্যের অভাব, তা আরো প্রকটভাবে উঠেছে এ ইনিংসে। যেন সবার ভীষণ তাড়া ছিল। উইকেটে এসেই অবস্থা বিবেচনা না করেই সবাই মেরে খেলার প্রতিযোগিতায় লিপ্ত হন! একমাত্র অভিষিক্ত মাহমুদুল হাসান জয় ছাড়া সবাই উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রতিযোগিতায় নামেন।

সাজিদের প্রথম শিকার হয়ে অভিষেকেই শূন্য রানে ফিরে যান এ তরুণ। সাদমান ইসলাম (৩) অফ স্ট্যাম্পের বাইরের বল কাট করতে গিয়ে পয়েন্টে হাসান আলীর হাতে ক্যাচ। মুশফিকুর রহিমের (৫) মতো অভিজ্ঞ ব্যাটসম্যানও পরিস্থিতি বুঝার চেষ্টা করেননি। সাজিদের আগের বলে কাট করে চার মারার পরের বল সুইপ করতে গিয়ে শর্ট মিড উইকেটে ফাওয়াদ আলমের হাতে বন্দি।

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকানো লিটন দাস (৬) এসেও ছটফট করতে থাকেন। যার মাশুলও দেন। উইকেট ছেড়ে বের হয়ে খেলতে এসে সাজিদের বলে তার হাতেই ধরা পড়েন। এক প্রান্ত আগলে রাখা নাজমুল হোসেন শান্ত ৩০ রানে আউট হওয়ার আগে বেশ কয়েকবার রক্ষা পেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। সাজিদের টার্ন করা বলে শান্ত পরাস্ত হলে এলবিডব্লিউয়ের শিকার হন।

মিরাজ অহেতুক স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন। বাকি থাকলেন দলপতি মুমিনুল। তিনি রান আউটের শিকার হন অহেতুক ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে। এ রান তিনি নাও নিতে পারতেন। ২৩ রানে অপরাজিত থাকা সাকিব যে এখনও উইকেটে আছেন এটিই রাজ্যের বিস্ময়। কারণ তিনি প্রচণ্ড ছটফট করছেন। বেশ কয়েকবার উইকেট ছেড়ে বের হয়ে এসে শট খেলেছেন। একবার রান আউটের হাত থেকে বেঁচে গেছেন। তার সঙ্গে কোনো রান না করে অপরাজিত আছেন তাইজুল।

দিনের শেষ বেলা ম্যাচের যে চিত্র,তা কিন্তু দিনের শুরুতে মোটেই আন্দাজ করা যায়নি। কারণ চতুর্থ দিন বৃষ্টি না হলেও ভেজা আউট ফিল্ডের কারণে ১ ঘণ্টা ২০ মিনিট দেরি। পাকিস্তান ইনিংস ঘোষণা করেছে ৩০০ রানের পাশাপাশি ফাওয়াদ আলমের ফিফটির সঙ্গে সঙ্গে। খালেদের করা ইনিংসের ৯৮ ওভার ৩ বলের সময় ফাওয়াদ ১ রান নিয়ে নিজের হাফ সেঞ্চুরি করেন। একই সঙ্গে পাকিস্তানের ৪ উইকেটে ৩০০ রানও পূর্ণ হয়। এরপরই পাক দলপতি বাবর আজম ইনিংস ঘোষণা করেন।

এ দিন পাকিস্তান ৩৫ ওভার ১ বল খেলে রান যোগ করে ১২২। ফাওয়াদ আলম ৫০ ও মোহাম্মদ রিজওয়ান ৫৩ রানে অপরাজিত থাকেন। চর্তুথ দিন এবাদত ও খালেদ একটি করে উইকেট নেন। প্রথম দিন দুইটি উইকেট পেয়েছিলেন স্পিনার তাইজুল।

চতুর্থ দিন পাকিস্তানের ব্যাটিং ছিল অনেকটা প্রথম দিনের কার্বন কপি। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামার পর প্রথম সেশনেই ২ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে রেখেছিল বাংলাদেশ। পরে দলপতি বাবার আজম ও আজহার আলী হাল ধরে আর কোনো উইকেটের পতন হতে দেননি প্রথম সেশনে।

এ জুটি দ্বিতীয় সেশনেও কোনো উইকেট পড়তে দেয়নি। আজ চতুর্থ দিনও পাকিস্তান প্রথম সেশনেই হারায় আগের দিনের অপরাজিত ২ ব্যাটসম্যানকে। বাবার আজম ৭৬ ও আজহার আলী ৫২ রানে ফিরে যান। এরপর ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান জুটি বেঁধে প্রথম সেশনে কোনো উইকেট পড়তে দেননি। এমনকি ইনিংস ঘোষণার আগ পর্যন্তও তারা ছিলেন অবিচ্ছিন্ন।

এমপি/এসএন

Header Ad
Header Ad

এসএসসি পরীক্ষা না দিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ না নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক দাখিল পরীক্ষার্থী। আর ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার উপজেলার পূর্ব চন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার মহিষকাটা এলাকার দাখিল পরীক্ষার্থী এক ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী চাওড়া ইউনিয়নের পূর্ব চন্দ্রা গ্রামের আরিফ মৃধার প্রেমের সম্পর্ক হয়।

গত তিন বছর ধরে তারা প্রেম করছে, এমন দাবি ওই পরীক্ষার্থীর।

প্রেমিক কলেজপড়ুয়া আরিফ মৃধা তাকে বিয়ে না করে কালক্ষেপণ করতে থাকেন। ৩ এপ্রিল আরিফের বাড়ি আসে ওই পরীক্ষার্থী। পরে আরিফের পরিবার বিয়ের আশ্বাস দিয়ে তাকে আমতলী থানায় পাঠায়। পুলিশ তাকে স্থানীয় মনির প্যাদার হেফাজতে দেন। কিন্তু আরিফ তাঁকে বিয়ে করেননি।

আজ তার দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সে পরীক্ষায় অংশ না নিয়ে আরিফ মৃধার বাড়িতে অনশনে বসেছে। পরে সে ঘোষণা দেয়, ২৪ ঘণ্টার মধ্যে আরিফ তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবে। অপর দিকে আরিফ মৃধা ও তাঁর পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু সমাধান দাবি করেছেন।

ওই দাখিল পরীক্ষার্থী বলে, ‘আরিফ মৃধা আমার সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেছেন। এখন তাঁর পরিবারের কথামতো আমাকে বিয়ে করতে রাজি না। তাই আমি পরীক্ষা দেওয়া বন্ধ করে বিয়ের দাবিতে আরিফের বাড়িতে অনশনে বসেছি। ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। আমি তো আমার সবই হারিয়েছি। এখন আর কোথাও যাওয়ার সুযোগ নেই।’

ওই পরীক্ষার্থী বলে, ‘৩ এপ্রিল আমি এ বাড়িতে আসার পর আরিফের মা আমাকে তাঁর ছেলের সঙ্গে রাতে থাকতে দিয়েছেন, এখন তাঁরা পালিয়ে গেছেন।’

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘দুই পরিবার বসে সমাধান করতে বলেছি। সমাধান হয়েছে কি না, আমি জানি না।’ এ বিষয়ে কথা বলতে আরিফ মৃধা ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বিষয়টি জানি। মেয়ের বিয়ের বয়স হয়নি। তাই আমি একজনের জিম্মায় দিয়েছিলাম।’

ওসি বলেন, মেয়ের পরিবারের লোকজনকে জানানো হয়েছে, কিন্তু তাঁরা মেয়েকে নিতে রাজি নন।

Header Ad
Header Ad

সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরো ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।’ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে, আরও বাড়বে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার যেন রোধ হয় সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে। যারা পরিস্থিতির অবনতি করতে চায়, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। পরিস্থিতি আস্তে আস্তে আরও উন্নতি হচ্ছে। সাধারণ মানুষ চাচ্ছেন এই সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্রিমিনালদের হ্যান্ডওভারের বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে। ভারতের সঙ্গে আমাদের যুদ্ধের কোনো শঙ্কা নেই।

হাওরের কৃষির উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হাওরসহ সারা দেশে অনেক পতিত জমি পড়ে আছে। আমরা এই জমি চাষের আওতায় আনতে ৫০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি। যার মাধ্যমে পতিত জমি চাষের আওতায় আনা হবে।’

থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ।

Header Ad
Header Ad

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে গাজায় গণহত্যার প্রতিবাদে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন। ছবি: ঢাকাপ্রকাশ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর চলমান নৃশংসতায় শিশুসহ গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছে উপজেলা সনাতন ধর্মাবলম্বী লোকজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা সনাতন ধর্মাবলম্বী সংঘের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস নারায়ণ দে সরকার প্রমুখ।

এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিক্ষিকা তাপসী বসাক, সাংবাদিক আব্দুর রশিদ, মাসুদ, ফরমান শেখ, তৌফিকুর রহমান, মাহমুদুল হাসান প্রমুখসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।



Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষা না দিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী
সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি
সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা
পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর