ভারতের মাটিতে বাংলাদেশের যুবাদের শিরোপা জয়
বাংলার ক্রিকেটের আকাশে দুর্যোগের ঘনঘটা। তিন ফরম্যাটের ক্রিকেটেই ধুকছে জাতীয় দল। সেখানে আলোর ঝলকানি হয়ে এসেছেন যুবারা। ভারতের মাটিতে ভারতের যুবাদের হারিয়ে জিতেছেন তিন দলের আসরের শিরোপা।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) কলকাতার ইডেন গার্ডেন ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারতের অনুর্ধ্ব-১৯ ‘বি’ দলকে। বাংলাদেশের ২৩৪ রানের জবাবে স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ৫৩ রানে। আসরের অপর দল ছিল ভারতেরই অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল।
বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে এসেছিল ৪২ ওভারে। তাতে টস হেরে ব্যাট করতে নেমে আইচ মোল্লা ও আশিকুর রহমান জামানের মারমুখি ব্যাটিংয়ে বড় সংগ্রহ করে বাংলাদেশ দল। ২ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে করে ২৩৪ রান।
চার নম্বরে ব্যাট করতে নেমে আইচ ৯১ বলে ১০ চার ও ২ ছক্কায় করেন ৯৩ রান। জামানের ৫০ রানের ইনিংসে ছিল ৫৮ বলের ব্যবহার। ৫টি চারের সঙ্গে ছিল ২ ছক্কা। এ দুইজনে অষ্টম উইকেটে জুটি বেঁধে যোগ করেন ৯৪ রান। এ ছাড়া আসরের সর্বোচ্চ ২৫ বলে ২৮ রান সংগ্রহ করেন প্রান্তিক নওরোজ নাবিল। স্বাগতিকদের পক্ষে ৬২ রানে ধানুশ গৌড়া নেন ৩ উইকেট। রবি, কানাবার ও শ্বাশত নেন দুইটি করে উইকেট।
বড় সংগ্রহ। নির্ভার করার মতো। কিন্তু তারপরও দলটি যেহেতু ভারতের যুবা। তাই তাদের কাছে এ রান টপকানো অসম্ভব নয়। কিন্তু জয়ের নেশায় মত্ত হয়ে থাকা বাংলাদেশ দলের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি স্বাগতিক দলের ব্যাটসম্যানরা।
নয়ন, মেহরাব ও জামানের তোপে পড়ে মাত্র ২১ ওভার ৩ বলে ৫৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। প্রথমে ১০ ওভারেই ১৫ রানে হারায় ৪ উইকেট। আর শেষ ৬ উইকেট হারায় ৫ রানে। মাঝে শরন ও কৌশল ৩৩ রান যোগ করেন। বাঁহাতি স্পিনার নাঈমুর রহমান নয়ন ১৬ রানে চারটি এবং অফ স্পিনার মেহরাব হোসেন ৭ ও পেসার আশিকুর রহমান জামান ৮ রানে নেন ২টি করে উইকেট।
এমপি/এসএন