বিসিবি পরিচালক আলমগীর খান আলো মারা গেছেন
আলমগীর খান আলো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বরিশাল বিভাগীর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বুধবার (১৯ জুন) সকালে রাজধানীর বনানীতে এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জানা যায়, একাধিক মেয়াদে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া আলমগীর খান আলোর নামাজে জানাজা হবে বারিধারা ডিওএইচএস মসজিদে, বেলা ৩ টার দিকে। এরপর তাকে দাফন করা হবে বরিশালে।
আলমগীর খান আলো, আলো ভাই নামে পরিচিত ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি। ছিলেন বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে। কয়েক মেয়াদে তিনি ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।