শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

পাকিস্তানের বিপক্ষে মেয়েদের ১৭ গোলের স্মৃতি!

১৯৭৮ সালে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ১৭-০ গোলে হেরেছিল পাকিস্তানের কাছে। সে কী লজ্জ্বা? অনেক দিন সবার মুখে মুখে ঘুরেছে এই রেজাল্ট। কিন্তু এর প্রতিশোধ কখনো নেওয়া সম্ভব হয়নি।

তবে ভিন্নভাবে ঠিকই তারই প্রতিশোধ নিয়েছিল বাংলাদেশ। সেটি ছিল মেয়েদের ফুটবলে। ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ আসরে বাংলাদেশের মেয়েরা ঠিক একই ব্যবধানে হারিয়েছিল পাকিস্তানের মেয়েদের। ১৯৭৮ সালে হকি দলে সে সময়ের খেলোয়াড়রা কিছুটা হলেও তখন তৃপ্তি পেয়েছেন এই ফলাফলে। কিন্তু হকির হার যেমন সবাই মনে রেখেছেন, মেয়েদের এমন জয় কিন্তু অনেকেই বেমালুম ভুলে গেছেন।

মেয়েদের ফুটবলে আজ বাংলাদেশের সামনে সেই পাকিস্তান। তবে বয়সভিত্তিক আসরে নয়, সাফ চ্যাম্পিয়নশিপে। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায়।

দুই দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপকে হারিয়ে শুরু করলেও পাকিস্তান একই ব্যবধানে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছিল। মেয়েদের ফুটবলে বাংলাদেশ নিয়মিত খেললেও পাকিস্তান খেলবে ২০১৪ সালের পর প্রথম।

বাংলাদেশের গ্রুপে পাকিস্তান ছাড়াও আছে ভারত ও মালদ্বীপ। ভারত সাফের প্রতি আসরেই চ্যাম্পিয়ন। এবারও তারা মূল দাবিদার। আজকের ম্যাচ জিতলে ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের সেমিফাইনাল খেলা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। কারণ মালদ্বীপের পক্ষে ভারতকে হারিয়ে সেমি ফাইনালের লড়াইয়ে শামিল হওয়া খুবই কঠিন।

বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপকে হারানোর পর আজকের ম্যাচের আগে বৃষ্টির কারণে ভালোভাবে অনুশীলন করতে পারেনি। অনুশীলনে ভালোই ব্যাঘাত ঘটেছে। তবে তা ম্যাচে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন বারোমাসই মেয়েদের নিয়ে অনুশীলন কারনো গোলাম রব্বানি ছোটন।

তিনি বলেন, ‘আমাদের মেয়েরা খেলার মধ্যে আছে। তার প্রমাণ তারা গত ম্যাচেই দিয়েছে। আগামী ম্যাচেও তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলবে।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র একবারই মোকাবিলা করেছে। ২০১০ সালেল এসএ গেমসে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। তবে বয়সভিত্তিক দলে বাংলাদেশ যতটা শক্তিশালী, জাতীয় দলের ক্ষেত্রে আবার সে রকমটি নয়। কাজেই ২০১০ সালের পর পাকিস্তানকে সামনে পেয়ে গোল বন্যায় ভাসানোর সম্ভাবনাও কম। তাদের দলে আছে দুইজন প্রবাসী ফুটবলার মারিয়া জামিল খান ও নাদিয়া খান।

প্রতিপক্ষ নিয়ে কোচের ভাবনা, ‘পাকিস্তান দলের খেলা আমরা দেখেছি। সেটা দেখে আমরা পরিকল্পনা সাজিয়েছি। পরিকল্পনা অনুযায়ী মেয়েরা কাল খেলবে।’ ২০১৮ সালে বয়স ভিত্তিক ফুটবলে পাকিস্তানকে ১৭-০ গোলে হাারানো দলের কোচ ছিলেন এই গোলাম রব্বানি ছোটন। সেই ম্যাচ প্রসঙেগ তিনি বলেন, ‘২০১৮ সালের পর মাঝে আরও তিন-চারটা বছর চলে গেছে। আমাদের মেয়েরা আরও পরিণত হয়েছে। তার ছাপ তাদের খেলার মধ্যে সবসময় দেখা যাচ্ছে। আশা করি এই ম্যাচেও তার প্রতিফলন দেখা যাবে। ইনশাল্লাহ জয় নিয়েই আমরা মাঠ ছাড়ব।’

এমপি/আরএ/

Header Ad
Header Ad

আমেরিকার কাছে কৃতজ্ঞ, ট্রাম্পকে ধন্যবাদ: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের ওভাল অফিসে গত শুক্রবার বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এদিকে বাকবিতণ্ডাময় নাটকীয় বৈঠকের পর যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১ মার্চ) পোস্ট করা ওই বার্তায় তিনি লেখেন, "আমেরিকার প্রতি আমরা কৃতজ্ঞ। প্রেসিডেন্ট ট্রাম্প, কংগ্রেস এবং সকল আমেরিকান জনগণকে ধন্যবাদ। বিশেষভাবে যুদ্ধের তিন বছর ধরে যে সমর্থন আমেরিকা আমাদের দিয়েছে, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।" তিনি আরও যোগ করেন, "ইউক্রেনের জনগণ এই সমর্থনের জন্য সবসময় কৃতজ্ঞ থাকবে।"

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে আমেরিকার সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি জেলেনস্কির সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে পরিষ্কার হয়ে ওঠে। যদিও বৈঠকে পরিস্থিতি উত্তপ্ত ছিল, তবুও তিনি ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান। তিনি বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি যুদ্ধ শেষ করতে চান, কিন্তু বিশ্বাস করুন, আমরা ইউক্রেনবাসীরা প্রথমে শান্তি চাই। এটি আমাদের স্বাধীনতা যুদ্ধ। আমাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ।"

 

শুক্রবারের বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে তীব্র বাকবিতণ্ডার পর, মার্কিন প্রেসিডেন্ট তার এক পোস্টে দাবি করেন, "আমেরিকা শান্তি চাইলেও, জেলেনস্কি শান্তি চান না।"

বৈঠকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী করেন এবং বলেন, "তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট আগুন নিয়ে খেলা শুরু করেছেন।"

তবে, জেলেনস্কি পোস্টে ট্রাম্পের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আমেরিকার বিরুদ্ধে সরাসরি কিছু না বলার চেষ্টা করেছেন, এবং আলোচনার রাস্তা খুলে রাখতে চেয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন প্রেসিডেন্টের এমন আচরণ তার কূটনৈতিক শিষ্টাচারেরই অংশ, যাতে ভবিষ্যতে আমেরিকার সঙ্গে সম্পর্ক মজবুত রাখা সম্ভব হয়।

Header Ad
Header Ad

রমজান মাসে শুটিং করি না, ইবাদতে মশগুল থাকি: প্রিয়াঙ্কা

মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ছবি: সংগৃহীত

এ প্রজন্মের মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান শুধু মডেলিংয়ের দুনিয়ায় নয়, নাটক ও চলচ্চিত্রেও সমান তালে কাজ করছেন। শোবিজে তার ক্যারিয়ারের শুরু উপস্থাপনা দিয়ে, এরপর নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও, রমজান মাসে তার জীবন একেবারে আলাদা।

রমজান মাস আসন্ন, আর প্রিয়াঙ্কা জামান জানালেন, এই পবিত্র মাসে তার শুটিংয়ের সমস্ত কার্যক্রম সীমিত থাকে। ইবাদত এবং পরিবারের সঙ্গে সময় কাটানোই এখন তার প্রথম অগ্রাধিকার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রিয়াঙ্কা বলেন, “রমজান মাসে আমি শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, এবং পরিবারের সাথে সময় কাটাব। শুটিংয়ের কাজ আমি একেবারে বন্ধ করে দেই। যদি কোনো ধারাবাহিক নাটক শুটিংয়ে থাকে, তবে সেটির কাজ আমি করব, কিন্তু অন্য কোনো শুটিং আমি করব না।”

তিনি আরও বলেন, “এই এক মাসে আমি নিজের প্রতি যত্ন নিই, শরীর ও মনকে বিশ্রাম দিই, এবং পূর্ণ মনোযোগ দিয়ে ইবাদতে মশগুল থাকি।”

মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ছবি: সংগৃহীত

বর্তমানে প্রিয়াঙ্কা জামান তিনটি নাটকে অভিনয় করছেন। দুটি একক নাটক হচ্ছে ‘বিয়ে বাড়ির গল্প’ এবং ‘এতিম বউ’, যেখানে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। এই নাটক দুটি পরিচালনা করেছেন বকুল আহমেদ। আরেকটি নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’এও কাজ করছেন, যা পরিচালনা করেছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী হিসেবে আছেন প্রাণ রায় ও সাব্বির আহমেদ।

প্রিয়াঙ্কা জামান অভিনয়ের পাশাপাশি এক নতুন উদ্যোগ নিয়েছেন। তিনি সম্প্রতি ‘কিউট অ্যান্ড ক্ল্যাসি’ নামে একটি ফ্যাশন হাউজের শোরুম উদ্বোধন করেছেন, যেখানে বিশ্বমানের ব্র্যান্ডের পোশাক, কসমেটিকস এবং এক্সক্লুসিভ আইটেম পাওয়া যাবে।

নাটক, মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রে ৯ বছরেরও বেশি সময় ধরে কাজ করা প্রিয়াঙ্কা জামান শোবিজের এক আলোচিত নাম। এখন তিনি তার শোরুমের মাধ্যমে নতুন দিগন্তের দিকে পদক্ষেপ নিচ্ছেন।

Header Ad
Header Ad

প্রেমের টানে ষাটোর্ধ্ব মোতাসিনের কাছে ছুটে এলেন ইউক্রেনের নারী

কুমিল্লা নগরের ব্যবসায়ী মোতাসিন বিল্লাহ চৌধুরীর সঙ্গে ইউক্রেনের নাগরিক সালো নাদিয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার চর্থা বড় পুকুরপাড়ের বাসিন্দা মোতাসিন বিল্লাহ চৌধুরী (৬৩) এবং চেক প্রজাতন্ত্রে বসবাস করা ইউক্রেনের নাগরিক সালো নাদিয়ার (৫০) প্রেমের গল্পটা আজ সত্যি হয়ে উঠেছে। পাঁচ বছরের পরিচয়, তিন বছরের প্রেম, এবং অবশেষে বিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া এই জুটি একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাসে পরিণত হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি, নাদিয়া বাংলাদেশে এসে পৌঁছান এবং ২৫ ফেব্রুয়ারি তারা নোটারি পাবলিকের মাধ্যমে নিজেদের সম্পর্ককে দাম্পত্য জীবনে রূপ দেন। মোতাসিন বিল্লাহ পেশায় ব্যবসায়ী হলেও, তার ভালোবাসার মানুষ সালো নাদিয়া একজন মনোবিদ। বিয়ের পর তারা কুমিল্লায় একত্রে বসবাস শুরু করেন।

মোতাসিন বিল্লাহ জানান, ২০১৯ সালে ফেসবুকে নাদিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা তৈরি হয়। একসময় মোতাসিন নাদিয়াকে প্রেমের প্রস্তাব দিলে নাদিয়া সানন্দে তা গ্রহণ করেন। তাদের মধ্যে সুন্দর বোঝাপড়া এবং সম্পর্কের গভীরতা তৈরি হয়, যা একে অপরের প্রতি বিশ্বাসের ভিত্তি স্থাপন করে।

নাদিয়া ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বাস করছেন এবং সেখানে মনোবিদ হিসেবে কাজ করছেন। তিনি ইউক্রেনীয় ও স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন, তবে মোতাসিনের সঙ্গে ইংরেজিতে যোগাযোগ করেন। যদিও বাংলায় দক্ষতা নেই, মোতাসিন তার স্ত্রীকে ধীরে ধীরে বাংলার শিক্ষার প্রতি আগ্রহী।

নাদিয়া বাংলাদেশ সম্পর্কে খুবই ইতিবাচক মনোভাব পোষণ করেন। তিনি বিশেষভাবে বাংলাদেশের পোশাক এবং কুমিল্লার রসমালাইকে পছন্দ করেন, তবে অতিরিক্ত ঝাল খাবার তাকে একটু অস্বস্তি দেয়। বাংলাদেশে তার কিছুটা অনুকূল নয় এমন দিক হলো এখানে জনসংখ্যার ঘনত্ব এবং জলবায়ু, তবে তিনি এখানকার মানুষের আন্তরিকতা এবং সংস্কৃতি খুবই প্রশংসা করেছেন।

মোতাসিন বিল্লাহ ও সালো নাদিয়া বলেন, তারা একে অপরের সাথে সুখী জীবন কাটাতে চান এবং সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন। নাদিয়া কিছুদিন বাংলাদেশে থাকবেন, তারপর চেক প্রজাতন্ত্রে ফিরে যাবেন। সেখানে গিয়ে মোতাসিন বিল্লাহ ভিসার জন্য চেষ্টা করবেন, যাতে তিনি তার স্ত্রীর কাছে আসা-যাওয়া করতে পারেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আমেরিকার কাছে কৃতজ্ঞ, ট্রাম্পকে ধন্যবাদ: জেলেনস্কি
রমজান মাসে শুটিং করি না, ইবাদতে মশগুল থাকি: প্রিয়াঙ্কা
প্রেমের টানে ষাটোর্ধ্ব মোতাসিনের কাছে ছুটে এলেন ইউক্রেনের নারী
পবিত্র রমজানে হিংসা-বিদ্বেষ-সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার
১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক
৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়: আযম খান
জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী
খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে: প্রেস সচিব
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে পার্থক্য কোথায়, প্রশ্ন নুরের
ভোট কারচুপিতে জড়িত ইউএনওদের বিচারের আওতায় আনতে হবে : ফারুক
শ্মশানের যায়গা দখল ও মন্দিরে ডাকাতি করেছে আ'লীগ: আব্দুস সালাম
৪৫ দিনের মধ্যে শুরু হবে শেখ হাসিনার বিচার কাজ: চিফ প্রসিকিউটর
মেট্রোরেলের নতুন নির্দেশনা: রমজানে বহন করা যাবে ২৫০ মিলি পানি
চট্টগ্রামে 'ভুয়া পুলিশ' বলে এসআইকে মারধর ও ছিনতাই, গ্রেপ্তার ২
পল্লবী থেকে চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার
জামিল আহমেদের কথা সব সত্য নয়, কিছু ডাহা মিথ্যা: ফারুকী
দেশে একমাত্র শান্তির দল হলো বিএনপি: শাহজাদা  
ভারতীয়রা সীমান্ত আইন না মানলে বিজিবি আরো কঠোর হবে : ডিজি
রমজানে ঢাকায় ২৫টি স্থানে ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস