পাকিস্তানের বিপক্ষে মেয়েদের ১৭ গোলের স্মৃতি!
১৯৭৮ সালে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ১৭-০ গোলে হেরেছিল পাকিস্তানের কাছে। সে কী লজ্জ্বা? অনেক দিন সবার মুখে মুখে ঘুরেছে এই রেজাল্ট। কিন্তু এর প্রতিশোধ কখনো নেওয়া সম্ভব হয়নি।
তবে ভিন্নভাবে ঠিকই তারই প্রতিশোধ নিয়েছিল বাংলাদেশ। সেটি ছিল মেয়েদের ফুটবলে। ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ আসরে বাংলাদেশের মেয়েরা ঠিক একই ব্যবধানে হারিয়েছিল পাকিস্তানের মেয়েদের। ১৯৭৮ সালে হকি দলে সে সময়ের খেলোয়াড়রা কিছুটা হলেও তখন তৃপ্তি পেয়েছেন এই ফলাফলে। কিন্তু হকির হার যেমন সবাই মনে রেখেছেন, মেয়েদের এমন জয় কিন্তু অনেকেই বেমালুম ভুলে গেছেন।
মেয়েদের ফুটবলে আজ বাংলাদেশের সামনে সেই পাকিস্তান। তবে বয়সভিত্তিক আসরে নয়, সাফ চ্যাম্পিয়নশিপে। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায়।
দুই দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপকে হারিয়ে শুরু করলেও পাকিস্তান একই ব্যবধানে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছিল। মেয়েদের ফুটবলে বাংলাদেশ নিয়মিত খেললেও পাকিস্তান খেলবে ২০১৪ সালের পর প্রথম।
বাংলাদেশের গ্রুপে পাকিস্তান ছাড়াও আছে ভারত ও মালদ্বীপ। ভারত সাফের প্রতি আসরেই চ্যাম্পিয়ন। এবারও তারা মূল দাবিদার। আজকের ম্যাচ জিতলে ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের সেমিফাইনাল খেলা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। কারণ মালদ্বীপের পক্ষে ভারতকে হারিয়ে সেমি ফাইনালের লড়াইয়ে শামিল হওয়া খুবই কঠিন।
বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপকে হারানোর পর আজকের ম্যাচের আগে বৃষ্টির কারণে ভালোভাবে অনুশীলন করতে পারেনি। অনুশীলনে ভালোই ব্যাঘাত ঘটেছে। তবে তা ম্যাচে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন বারোমাসই মেয়েদের নিয়ে অনুশীলন কারনো গোলাম রব্বানি ছোটন।
তিনি বলেন, ‘আমাদের মেয়েরা খেলার মধ্যে আছে। তার প্রমাণ তারা গত ম্যাচেই দিয়েছে। আগামী ম্যাচেও তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলবে।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র একবারই মোকাবিলা করেছে। ২০১০ সালেল এসএ গেমসে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। তবে বয়সভিত্তিক দলে বাংলাদেশ যতটা শক্তিশালী, জাতীয় দলের ক্ষেত্রে আবার সে রকমটি নয়। কাজেই ২০১০ সালের পর পাকিস্তানকে সামনে পেয়ে গোল বন্যায় ভাসানোর সম্ভাবনাও কম। তাদের দলে আছে দুইজন প্রবাসী ফুটবলার মারিয়া জামিল খান ও নাদিয়া খান।
প্রতিপক্ষ নিয়ে কোচের ভাবনা, ‘পাকিস্তান দলের খেলা আমরা দেখেছি। সেটা দেখে আমরা পরিকল্পনা সাজিয়েছি। পরিকল্পনা অনুযায়ী মেয়েরা কাল খেলবে।’ ২০১৮ সালে বয়স ভিত্তিক ফুটবলে পাকিস্তানকে ১৭-০ গোলে হাারানো দলের কোচ ছিলেন এই গোলাম রব্বানি ছোটন। সেই ম্যাচ প্রসঙেগ তিনি বলেন, ‘২০১৮ সালের পর মাঝে আরও তিন-চারটা বছর চলে গেছে। আমাদের মেয়েরা আরও পরিণত হয়েছে। তার ছাপ তাদের খেলার মধ্যে সবসময় দেখা যাচ্ছে। আশা করি এই ম্যাচেও তার প্রতিফলন দেখা যাবে। ইনশাল্লাহ জয় নিয়েই আমরা মাঠ ছাড়ব।’
এমপি/আরএ/