জিম্বাবুয়েকে হারানো সহজ হবে না: তামিম
জিম্বাবুয়ের ক্রিকেটে আগের সেই সুদিন আর নেই। এখন হার তাদের নিত্য সঙ্গী। তারপরও মাঝে মাঝে আসে জয়। যে কারণে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নিজেদের পরীক্ষা-নিরীক্ষার মিশন হিসেবে নিয়েছে, কিন্তু ওয়ানডেতে আবার পূর্ণ শক্তির দল। অধিনায়ক তামিম ইকবাল জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন।
ওয়ানডে দলে সুযোগ পাওয়া আরও তিন ক্রিকেটারকে নিয়ে জিম্বাবুয়েতে উড়াল দেওেয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার দিবাগত রাতে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের পরিকল্পনাটা একই থাকবে জেতার। আমি সবসময় একটা কথা বলি, কে আগে আছে কে পিছে আছে এটা ম্যাটার করে না। কে ভালো খেলছে এটা গুরুত্বপূর্ণ। ওদের দেশে অবশ্যই ওদের চেয়ে আমরা ভালো দল, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওদের দেশে ওরা যে একদম ইজিলি বিটেবল (হারানো যাবে সহজে) তা না।’
শক্তিমত্তায় বাংলাদেশ এগিয়ে থাকলেও তামিম ইকবাল মনে করেন জিম্বাবুয়েকে হারানো সহজ হবে না। সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের মাটিতে তাদের সাফল্য তুলে ওয়ানডে কাপ্তান বলেন, ‘নিশ্চিতভাবে আমরা ভালো টিম। কিন্তু খেলায় জেতা হারা কে ভালো খেলছে, কে ভালো দল তা দিয়ে হয় না। আমরা যদি ভালো খেলি অবশ্যই আমরা জিতব। আপনি শেষ কয়েকটা সিরিজ দেখেন, পাকিস্তানের মতো দলও ওখানে হেরেছে।’
তামিম ইকবাল মনে করেন জিম্বাবুয়েকে হালকা নেওয়ার কোনো অবকাশ নেই। তিনি বলেন, ‘আমাদের রিলাক্স করার কোনো সুযোগ থাকবে না। আমরা যদি ভালো করতে চাই, তাহলে প্রথম বল থেকেই ভালো খেলতে হবে।’
২০২১ সালে জিম্বাবুয়ে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়েছিল ১৯ রানে। তার আগের বছর ওয়ানডেতে সুপার ওভারে হারিয়েছিল পাকিস্তানকে। শ্রীলঙ্কাকে ধরাশয়ী করেছিল ২২ রানে।
এমপি/এসএন