শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে সতর্ক করেছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে, একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় বিএনপির বর্ধিত সভার সমাপনী ভাষণে তিনি এ মন্তব্য করেন বলে সভা সূত্রে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার রাত ১১টায় বর্ধিত সভা শেষ হয়, যেখানে সভাপতির বক্তব্য দেন তারেক রহমান। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ‘ইস্পাত কঠিন’ ঐক্য ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, সাড়ে পাঁচ মাস আগে তিনি সতর্ক করেছিলেন যে, নির্বাচনকে ঘিরে এক অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করবে। এখন সেই ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে।

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি দল জনগণের কাছে দাবি করছে যে তারা বেহেশতের টিকিট বিক্রি করছে। মিথ্যার ওপর ভিত্তি করে গড়া এই দল যেকোনো কিছু করতে পারে। দৃশ্যমান হোক বা অদৃশ্য, এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ভারতের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, প্রতিবেশী দেশ বসে থাকবে না, তারা বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্র করবে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

Header Ad
Header Ad

শিল্পকলার মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা জামিল আহমেদের

সৈয়দ জামিল আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সভাপতির বক্তব্য দিতে গিয়ে জামিল আহমেদ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং লিখিত পদত্যাগপত্র শিল্পকলা একাডেমির সচিবের হাতে তুলে দেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, মন্ত্রণালয় ও একাডেমির বিভিন্ন অসহযোগিতার কারণে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না।

 

ছবি: সংগৃহীত

যদিও শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেছেন, মহাপরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করার এখতিয়ার তার নেই। তিনি দর্শকদের সামনে বলেন, “শিল্পকলার সচিব হিসেবে এটি হাতে নিয়েছি, তবে এখনো কোনো কর্মকর্তা বা কর্মচারী এই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি।”

উল্লেখ্য, টানা ১৩ বছর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১২ আগস্ট তিনি পদ ছাড়েন। এরপর ১০ সেপ্টেম্বর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন জামিল আহমেদ।

Header Ad
Header Ad

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ অমিত শাহর

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত

ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে প্রবেশ, নথিপত্র সংগ্রহ ও বসবাসে সহায়তাকারী নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অমিত শাহ।

দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, স্বরাষ্ট্রমন্ত্রী আশীষ সুদ ও দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় অরোরা।

বৈঠকে অমিত শাহ বলেন, অবৈধ অনুপ্রবেশ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং এটি কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও প্রত্যাবাসনের নির্দেশও দিয়েছেন।

দিল্লির শালিমার বাঘ থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক রেখা গুপ্ত মুখ্যমন্ত্রী হওয়ার কয়েক দিনের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২০ ফেব্রুয়ারি তিনি দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নথিপত্র তৈরি ও বসবাসে সহায়তাকারী পুরো নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে অমিত শাহ আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যাশা অনুযায়ী, দিল্লির "ডাবল ইঞ্জিন সরকার" উন্নত ও নিরাপদ রাজধানী গড়তে দ্বিগুণ গতিতে কাজ করবে।

Header Ad
Header Ad

ক্ষমতায় কে যাবে, তা ভারত নয়, নির্ধারণ করবে বাংলাদেশ: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের গণভবনে কে যাবে, তা ভারত থেকে নির্ধারিত হবে না, বরং সেটি ঠিক করবে বাংলাদেশের জনগণ। সংসদে কারা যাবেন, মসনদে কে বসবে—এই সিদ্ধান্ত দেশের খেটে খাওয়া মানুষ নেবে।

শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, "বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতি জিইয়ে রাখা হয়েছে। কিন্তু আমরা বিভাজনের রাজনীতি নয়, একতার রাজনীতি করব। বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে গঠন করব।"

তিনি আরও বলেন, "গত ৫৩ বছরে আমরা জাতি হিসেবে গড়ে উঠতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। স্বাধীন পুলিশ, বিচার বিভাগ গড়তে পারিনি। আমরা একটি কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। কিন্তু তরুণরা এই বাংলাদেশকে নতুনভাবে গঠন করবে এবং প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে পরিচালনা করবে।"

বিদেশনীতি প্রসঙ্গে তিনি বলেন, "বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো দেশের প্রেসক্রিপশনের ওপর নির্ভরশীল থাকব না। আমাদের তরুণরা যখন রক্ত দিতে শিখেছে, তখন তাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।"

হাসনাত আব্দুল্লাহ বলেন, "প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্দীপনা মিলিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলব। পরিবারতন্ত্রের যুগ শেষ হয়েছে। যোগ্যতার ভিত্তিতেই নেতৃত্ব আসবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা থাকবে।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শিল্পকলার মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা জামিল আহমেদের
অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ অমিত শাহর
ক্ষমতায় কে যাবে, তা ভারত নয়, নির্ধারণ করবে বাংলাদেশ: হাসনাত
নতুন দলের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে: জামায়াতের সেক্রেটারি
ভারত-পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম
জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না : দুদু
খালেদা জিয়ার মতো সাজলেন কিশোরী, ছবি তুলতে উৎসুক জনতার ভিড়!
ম্যানসিটিতে যোগ দিলেন নতুন মেসি
একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে সতর্ক করেছেন তারেক রহমান
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির দুই নেতা
সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা
টাঙ্গাইলে প্রথমবার ‘বই বিনিময়’ সংগ্রহ করা যাচ্ছে প্রিয় লেখকের পছন্দের বই
বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয়: ড. কামাল হোসেন
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পদ চূড়ান্ত, থাকছেন যারা
দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা
সেপ্টেম্বরে এশিয়া কাপ, ভারত-পাকিস্তানের গ্রুপে থাকবে না বাংলাদেশ
বাংলাদেশ থেকে ইলিশ নিতে চায় চীন
ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য গ্রেফতার