অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ

ছবি: সংগৃহীত
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। এবার বইমেলার সময় বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন। তবে ছুটির দিন হওয়ায় মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ড. সরকার আমিন জানান, রোজাসহ বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় বিবেচনায় নিয়ে বইমেলার সময় আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়েই সব কার্যক্রম শেষ হবে। তিনি আরও বলেন, বইমেলা শুধু বই কেনাবেচার হাট নয়, এটি লেখক-পাঠকের মেলবন্ধনের জায়গা। তাই নানা চ্যালেঞ্জ সত্ত্বেও মেলা সফল হয়েছে বলে মনে করেন তিনি।
বাংলা একাডেমির নিজস্ব ব্যবস্থাপনায় ভবিষ্যতে বইমেলা আয়োজনের প্রসঙ্গে তিনি বলেন, ইতোপূর্বে একাডেমি এককভাবে মেলা আয়োজন করেছে। তবে এবার সময় স্বল্পতার কারণে ইভেন্ট ম্যানেজমেন্টের ওপর নির্ভর করতে হয়েছে। ভবিষ্যতে নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলা করা হলে তা ভালো হবে কি না, সেটি পুনর্বিবেচনা করা হবে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় অমর একুশে বইমেলা-২০২৫ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
