জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ
দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা

দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধীনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-জনতা সমবেত হয়েছেন।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খন্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা আসতে শুরু করেছে। সমাবেশে যোগ দিতে তরুণ সমাজের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষও উপস্থিত হচ্ছেন। বক্তৃতার সময় তাদের মধ্যে কিছু স্লোগানও শোনা যাচ্ছে, যা তাদের উচ্ছ্বাস এবং নতুন দলটির প্রতি সমর্থন প্রকাশ করে। বিশেষ করে, ছাত্রসমাজের মধ্যে উজ্জীবিত আবেগ এবং রাজনৈতিক পরিবর্তনের চাহিদা অত্যন্ত দৃশ্যমান।
বিগত দিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ভুল থেকে শিক্ষা নিয়ে, দেশজুড়ে তরুণদের নেতৃত্বে নতুন কিছু করার জন্য জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করছে। এমনকি, প্রান্তিক এলাকার প্রবীণরা সম্মেলনে যোগ দিতে এসেছেন। তারা বলছেন, পূর্ববর্তী রাজনৈতিক দলগুলো ক্ষমতার মসনদে বসে নিজেদের স্বার্থ হাসিল করেছে, কিন্তু এখন সময় এসেছে তরুণদের হাতে দেশের শাসনভার সোপর্দ করার।
সমাবেশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিস সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রও স্থাপন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়ানো যায়।
সূত্র বলছে, জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদের নাম চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন: আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
