কমনওয়েলথ গেমস টিটিতে বাংলাদেশের জয়
বাইশতম কমনওয়েলথ গেমসের পদক লড়াইয়ের প্রথম দিন টেবিল টেনিসে (টিটি) বাংলাদেশ দল জয় পেয়েছে। তারা ফিজিকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছে। আবার বক্সিংয়ে এই ফিজির প্রতিপক্ষের বিপক্ষে উচ্চরক্তচাপের কারণে রিংয়েই নামতে পারেননি বাংলাদেশের বক্সার সুর কৃষ্ণ চাকমা।
টেবিলে টেনিসের প্রথমে ডাবলসে বাংলাদেশের হৃদয়-রামহিম জুটি সরাসরি ৩-০ সেটে (১১-৭, ১১-৫, ১১-৪ পয়েন্ট) ফিজির রিয়েলি-চৌহান জুটিকে পরাজিত করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর এককে রিফাত মাহমুদও সরাসরি ৩-০ সেটে (১১-৮, ১৩-১১, ১১-৬ পয়েন্ট) ফিজির প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ২-০ ব্যবধানে দলকে এগিয়ে নেন। অপর এককে হৃদয়ও সরাসরি ৩-০ সেটে ফিজির প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে বাংলাদেশকে ৩-০ সেটে জয় এনে দেন। বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে গায়ানার বিপক্ষে। এই ম্যাচ মাঠে বসে দেখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এদিকে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী দিন মাবিয়া আক্তার সীমান্তর সঙ্গে জাতীয় পতাকা বহনকারী বক্সার সুর কৃষ্ণ চাকমার হঠাৎ উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ায় তিনি পরে রিংয়েই নামতে পারেননি। রিংয়ে নামার আগে রুটিন মেডিকেল চেকআপের সময় ধরা পড়ে তার রক্তচাপ বেড়ে গেছে। ১৫-২০ মিনিট পর আবার পরীক্ষা করা হলে একই অবস্থা বিরাজ করে। পরে তাকে প্রতিযোগিতার জন্য আনফিট ঘোষণা করা হয়।
এমপি/এসজি/