প্রস্তুতি ছাড়াই প্রস্ততি ম্যাচের ইতি!
একটি সফরকারি দলের জন্য আর্ন্তজাতিক ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলা খুবই জরুরি। এতে করে কন্ডিশন, ম্যাচের আবহ এরকম অনেক কিছু সম্বন্ধে একটা ধারনা পাওয়া যায়। কিন্তু এদিক দিয় এবারের সফরে শ্রীলঙ্কা দলের কপাল মন্দ। ঘূর্ণিঝড় ‘অশনি’র কারণে তাদের আর খেলা হয়নি দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ। ব্যাটিং-বোলিং হয়নি কোনো কিছুরই অনুশীলন। আর হবেই বা কি করে। দুই দিন যে খেলা হয়েছে মাত্র ১৮.২ ওভার।
প্রথম দিন ৮.৩ ওভার খেলা হওয়ার পর দ্বিতীয় দিন খেলা হয়েছে ৯.৫। টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দলের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫০। ওসাদা ফার্নান্ডো ২৬ ও কুশাল মেন্ডিস ২২ রানে অপরাজিত ছিলেন। একমাত্র উইকেটটি পড়েছিল প্রথম দিন। মুকিদুল ইসলাম মুগ্ধ ব্যক্তিগত ২ রানে আউট করেছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নকে ২ রানে। এদিন মুগ্ধ ও রাহী আর কোনো বোলিং করেননি। এনামুর হক ৫, রিপন মন্ডল ৩.২ ও মুশফিক হাসান ২ ওভার বোলিং করেন।
প্রথম দিন ৮.৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি শুরু হয়। পরে দুপুরের দিক বৃষ্টি কমেছিল। খেলা শুরুর উদ্যোগ নেওয়া হলেও আবারও বৃষ্টি শুরু হলে পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনও ছিল বৃষ্টির বাগড়া। খেলা শুরুর সময় এগিয়ে আনা হয়েছিল আধঘন্টা। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ার কারণে শুরু হতে পারেনি। পরে আবহাওয়া খেলার উপযোগী হয়ে আসলে ১১ টার পর খেলা শুরু হয়। কিন্তু খুবি বেশি সময় চলতে পারেনি। বেলা ১২টা ২৫ মিনিটের দিকে আবারও বৃষ্টি শুরু হলে খেলোয়াড়রা সবাই ড্রেসিং রুমে ফেরত যান। এরপর বৃষ্টির গতি বেড়ে গেলে পরে আর খেলাই শুরু করা সম্ভব হয়নি। বেলা ২টা ৫ মিনিটের দিকে আম্পায়াররা খেলা শেষ করে দেন।
এমপি/এএস