শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | ১৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ সময়সূচি জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র রমজান মাসে দেশের সকল তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত থাকবে।

পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পরে ব্যাংকে অফিস ও লেনদেনের সময়সূচি রমজান- পূর্বাবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।

এর আগে, পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।

Header Ad
Header Ad

ঈদে রাজধানীর নিরাপত্তায় ৪২৬ জন ‘অক্সিলারি ফোর্স’ নিয়োগ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার নিরাপত্তা জোরদার করতে এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রথমবারের মতো বেসরকারি নিরাপত্তাকর্মীদের ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে নিয়োগ দিয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তার জন্য ৪২৬ জন সদস্যকে এই বাহিনীতে যুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অক্সিলারি ফোর্সের সদস্যরা ইতোমধ্যে বিভিন্ন আবাসিক এলাকা, বিপণিবিতান ও বাণিজ্যিক স্থানে কাজ শুরু করেছেন। তাদের দায়িত্ব মূলত নগরীর নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের সহায়তা করা। তবে নিয়োগপ্রাপ্তদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, বৃহস্পতিবার (২৭ মার্চ) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ধানমন্ডিতে এক জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি প্রতিরোধে এগিয়ে আসা পাঁচ নির্মাণশ্রমিককে ‘অক্সিলারি ফোর্সে’ নিয়োগ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের এই বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।

রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঈদকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি রাখা হবে, যাতে নগরবাসী নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন।

Header Ad
Header Ad

যমুনা সেতু মহাসড়কে নেই যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তরের মানুষ (ভিডিও)

যমুনা সেতু মহাসড়কে নেই যানজট। ছবি: ঢাকাপ্রকাশ

ঈদকে সামনে রেখে এবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন দ্বিগুণ যানবাহন চলাচল করলেও এই মহাসড়কের কোথাও কোন ধরণের যানজট লক্ষ্য করা যায়নি। ফলে নির্বিঘ্নে চলাচল করছে পরিবহন।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০ টা থেকে বেলা দুপুর ২ টা পর্যন্ত মহাসড়কের যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে, ভোর থেকে সকাল ৯ টা পর্যন্ত সেতু পূর্বের টোলপ্লাজা এলাকা মোটরসাইকেলের ২টি লেনেই দীর্ঘ লাইন ছিল।

এদিকে, বেলা সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়ক, সেতু পূর্ব টোলপ্লাজা, সেতুর সিসি ক্যামেরা রুম পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, (কালিহাতী) সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ।

এ সময় যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা পরিদর্শনে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে সাড়ে ৭’শ পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত এবং জেলা পুলিশের প্রতিটি সদস্য তীব্র গরমকে উপেক্ষা করতে মহাসড়কে পরিশ্রম করছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক বলেন, সড়কপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি এবং আইনশৃংখলা বাহিনী গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, গত কয়েকদিনে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলেও যানজট পরিলক্ষিত হয়নি। মহাসড়কে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী ও র‍্যাবসহ সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত ২১ কিশোর-তরুণ

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইল পৌর শহরের কলেজ পাড়া জামে মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বিশেষ পুরস্কার পেয়েছে শিশুসহ ২১ কিশোর-তরুণ। নামাজের প্রতি আগ্রহ বাড়াতে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়।

গত বৃহস্পতিবার (২৭ মার্চ) তারাবির নামাজের পর আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামিক বই বিতরণ করা হয়। মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সা'দ রহমান এবং মসজিদ পরিচালনা কমিটি এ উদ্যোগ নেন।

ইমাম মুফতি সা'দ রহমান জানান, গত ১৪ ফেব্রুয়ারি প্রতিযোগিতায় অংশ নিতে ৩০ জন কিশোর ও তরুণ নাম নিবন্ধন করে। নিয়ম অনুযায়ী, টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে বলা হয়। চূড়ান্তভাবে ২১ জন সফলভাবে এই শর্ত পূরণ করে পুরস্কার লাভ করে।

মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পরশ তালুকদার বলেন, “এমন উদ্যোগ সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজের প্রতি আগ্রহী হবে এবং অন্যদেরকেও উৎসাহিত করবে। ফলে তরুণরা অসৎ পথ ছেড়ে ধর্মীয় অনুশীলনের দিকে ধাবিত হবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজানুর মির্জা, সহ-সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পরশ তালুকদার, অর্থ সম্পাদক নাসির উদ্দিন টিটুসহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঈদে রাজধানীর নিরাপত্তায় ৪২৬ জন ‘অক্সিলারি ফোর্স’ নিয়োগ
যমুনা সেতু মহাসড়কে নেই যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তরের মানুষ (ভিডিও)
টাঙ্গাইলে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত ২১ কিশোর-তরুণ
থাইল্যান্ডে ভূমিকম্প: মুহূর্তেই ধসে পড়ল নির্মাণাধীন বহুতল ভবন
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়ল ভবন ও সেতু
ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন
‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: আসিফ মাহমুদ
গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ ভারতীয় পুলিশ সদস্য নিহত
সফল বৈঠক, ড. ইউনূসকে দৃঢ় সমর্থন চীনা প্রেসিডেন্টের
আজ পবিত্র জুমাতুল বিদা: রমজানের শেষ জুমার তাৎপর্য
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার যানবাহন পারাপার, কমছে টোল আদায়ের হার
গাজায় ইসরায়েলি হামলায় ঝরল আরও ৪০ প্রাণ, নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন চীনা প্রেসিডেন্ট
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
সন্‌জীদা খাতুনের শেষ ইচ্ছা: চিকিৎসা গবেষণার জন্য দেহ দান
গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল গ্রেফতার