সাকিবের জন্য বিসিবি সভাপতির আফসোস!
টেস্ট ক্রিকেটে ২২ গজের মাঠে সাকিবকে পাওয়া যেন হিমালয় জয় করার মতো হয়ে উঠেছে। কখনো তিনি নিজ থেকে খেলতে চান। আবার যখন চান তখন কোনো না কোনো সমস্যা এসে দেখা দেয়। এই যেমন- অনেক নাটকের পর শেষ পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হন। ওয়ানডে সিরিজও খেলেন। সেই সিরিজ জয়ে তার ভূমিকাও ছিল বেশি। কিন্তু টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তার পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়লে তিনি দেশে ফিরে আসতে বাধ্য হন।
এবার শ্রীলঙ্কা সিরিজের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন। ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশেও ফিরে আসেন। কিন্তু এবার তিনি নিজেই অসুস্থ হয়ে পড়নে। ধরা পড়ে করোনা। অগত্যা ছিটকে যেতে হয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। সাকিবকে এভাবে টেস্ট ম্যাচ না পাওয়াতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠে ঝরেছে আক্ষেপ।
দুষেছেন কপালকে। বুধবার (১১ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখন একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে, সাকিব না থাকায়। এটা একটা সমস্যা। কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করারও নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয় তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।’
সাকিব থাকা যেমন দলের জন্য একজন বাড়তি ব্যাটসম্যান বা বোলার পাওয়া তেমনি তার না থাকা দলের জন্য বড় ধাক্কা আর প্রতিপক্ষের জন্য বিরাট ফায়দা। বিসিবি সভাপতি বলেন, ‘কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। ওর না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা। এই কারণে যে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল। আর টেস্টে তো আমরা অনেক দুর্বল আছি। তো সে কারণে এটা একটা বিরাট সুযোগ ছিল আমাদের এবং এখনও আছে। তো দেখা যাক সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে এটাই আমরা আশা করছি।’
এমপি/টিটি