প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বৃষ্টির বাগড়া
বৃষ্টিতে ভেসে গেছে বিসিবি একাদশ ও শ্রীলঙ্কার দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিন। পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করতে নেমে ৮.৩ ওভার খেলো ১ উইকেটে ১৪ রান করে।
দিনের খেলা শুরু হয়েছিল ভালোভাবেই। তবে ক্ষনিকের জন্য।লঙ্কানরা টস জিতে ব্যাট করতে নামার খুব বেশি সময় যেমন টিকতে পারেনি ওপেনিং জুটি, তেমনি হয়নি ইনিংস দীর্ঘায়িত। তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ নিজের তৃতীয় ও ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে ওপেনার দিমু করোনারত্নেকে ফিরিয়ে দেন।
ব্যাক্তিগত ২ ও দলীয় ৬ রানে। উইকেটের পেছনে তার ক্যাচ নেন এনামুল হক বিজয়। তিনি আউট হওয়ার পর খেলা হয়েছে মাত্র ২.৩ ওভার। এরপর শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি আর দিনের খেলা শুরুই হতে দেয়নি। বৃষ্টি থামলে মাঝে একবার শুরুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এরপর আবার বৃষ্টি শুরু হলে পরে আর খেলাই শুরু করা সম্ভব হয়নি। দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আম্পায়াররা দিনের খেলার সমাপ্তি টানেন।
খেলা না হওয়াতে সফরকারী দলের অনেক সদস্য বিকেএসপির ইনডোরো গিয়ে নিজেদের জালাই করে নেন।
আজ দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে।
এমপি/এমএমএ/