সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

৮ বছরে ৮৫ জন পাচ্ছেন জাতীয় ক্রীড়া পুরস্কার

ক্রিকেট দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আর্ন্তজাতিক পরিমণ্ডলে সাফল্যও বেশি ক্রিকেটে। বিশ্বে এই একটি খেলাই বাংলাদেশ বিশ্বের অনেক সেরা দেশের সঙ্গে লড়াই করে। কখনো কখনো সমান তালে লড়ে যায়। অথচ ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৮৫ জন ক্রীড়াবিদ, কোচ, সংগঠককে পুরস্কার দিতে যাচ্ছে আগামীকাল বুধবার। সেখানে ক্রিকেট খুব বেশি অবহেলিত হয়েছে।

ফুটবল-হকিতে প্রায় প্রতি বছর এক বা একাধিক খেলোয়াড়, সংগঠক, কোচ পুরস্কার পেলেও ক্রিকেটে ২০১৭ ও ২০১৮ সালে ক্রিকেট থেকে কাউকে বিবেচনা করা হয়নি। আবার খেলোয়াড় হিসেবে শুধু দিপু রায় চৌধুরী (২০১৯) ও খালেদ মাহমুদ সুজনকে (২০১৩) পুরস্কার দেওয়া হচ্ছে। তবে ক্রিকেট সংগঠক হিসেবে বেশ কয়েকজন পুরস্কার পাচ্ছেন। আবার এমনও কেউ কেউ জাতীয় পুরস্কার পেতে যাচ্ছেন যাদের ক্রীড়াঙ্গনে পথচলা এক যুগও হয়নি।

আজ জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংবাদ সম্মেলন করে গত ৮ বছরে ৮৫ জনের নাম ঘোষণা করেন। ২০১৩ সালের জন্য ১১ জন, ২০১৪ সালের জন্য ১০ জন, ২০১৫ সালের জন্য ১১ জন, ২০১৬ সালের জন্য ১৩ জন, ২০১৭ সালের জন্য ১১ জন, ২০১৮ সালের জন্য ১০ জন, ২০১৯ সালের জন্য ১১ জন এবং ২০২০ সালের জন্য ৮ জন। পুরস্কারপ্রাপ্ত সবাইকে আঠারো ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এক লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেওয়া হবে। আগামীকাল সকাল ৯টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কার পাচ্ছেন যারা

২০২০ সাল: আট জন

(১) বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল (মরণোত্তর), ক্যাটাগরি: খেলোয়াড় ও সংগঠক

(২) বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান সিনহা (মরণোত্তর), ক্যাটাগরি: সংগঠক (ক্রিকেট)

(৩) নাজমুল আবেদীন (ফাহিম), ক্যাটাগরি: সংগঠক (ক্রিকেট কোচ)

(৪) মো. মহসীন, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৫) মো. মাহাবুবুল এহছান রানা, ক্যাটাগরি: খেলোয়াড় (হকি)

(৬) গ্রান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, ক্যাটাগরি: খেলোয়াড় (দাবা)

(৭) বেগম মোছা. নিলুফা ইয়াসমিন, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৮) আব্দুল কাদের স্বরণ, ক্যাটাগরি: খেলোয়াড় (ব্যাডমিন্টন-বুদ্ধি প্রতিবন্ধী)

২০১৯ সাল: ১১ জন

(৯) তানভীর মাজহার তান্না, ক্যাটাগরি: সংগঠক (ফুটবল)

(১০) মৃত অরুন চন্দ্র্র চাকমা, ক্যাটাগরি: সংগঠক (অ্যাথলেটিক্স) (মরণোত্তর)

(১১) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, ক্যাটাগরি: সংগঠক (আরচারি)

(১২) দিপু রায় চৌধুরী, ক্যাটাগরি: খেলোয়াড় (ক্রিকেট)

(১৩) কাজী নাবিল আহমেদ, ক্যাটাগরি: সংগঠক (ফুটবল)

(১৪) ইন্তেখাবুল হামিদ, ক্যাটাগরি: সংগঠক (শ্যুটিং)

(১৫) বেগম মাহফুজা রহমান তানিয়া, ক্যাটাগরিধ খেলোয়াড় (সাঁতার)

(১৬) বেগম ফারহানা সুলতানা (শীলা), ক্যাটাগরি: খেলোয়াড় (সাইক্লিং)

(১৭) টুটুল কুমার নাগ, ক্যাটাগরি: খেলোয়াড় (হকি)

(১৮) মাহবুবুর রব, ক্যাটাগরি: খেলোয়াড় (ব্যাডমিন্টন)

(১৯) বেগম সাদিয়া আক্তার উর্মি, ক্যাটাগরি: খেলোয়াড় (টেবিল টেনিস-বুদ্ধি প্রতিবন্ধী)

২০১৮ সাল: ১০ জন

(২০) ফরিদা আক্তার বেগম, ক্যাটাগরি: সংগঠক (অ্যাথলেটিক্স)

(২১) জ্যোৎস্না আফরোজ, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(২২) মো. রফিক উল্যা আখতার (মিলন), ক্যাটাগরি: সংগঠক (অ্যাথলেটিক্স)

(২৩) কাজী আনোয়ার হোসেন, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(২৪) মো. শওকত আলী খান (জাহাঙ্গীর), ক্যাটাগরি: সংগঠক (ফুটবল)

(২৫) মীর রবিউজ্জামান, ক্যাটাগরি: খেলোয়াড় (জিমন্যাস্টিকস)

(২৬) মোহাম্মদ আলমগীর আলম, ক্যাটাগরি: খেলোয়াড় (হকি)

(২৭) তৈয়েব হাসান সামছুজ্জামান, ক্যাটাগরি: সংগঠক (রেফারি)

(২৮) নিবেদিতা দাস, ক্যাটাগরি: খেলোয়াড় (সাঁতার)

(২৯) মাহমুদুল ইসলাম রানা, ক্যাটাগরি: সংগঠক (তায়কোয়ানডো)

২০১৭ সাল: ১১ জন

(৩০) শাহরিয়া সুলতানা, ক্যাটাগরি: খেলোয়াড় (ভারোত্তোলন)

(৩১) আওলাদ হোসেন, ক্যাটাগরি: সংগঠক (জুডো, কারাতে ও মার্শাল আর্ট)
(৩২) ওয়াসিফ আলী, ক্যাটাগরি: খেলোয়াড় (বাস্কেটবল)

(৩৩) শেখ বশির আহমেদ (মামুন), ক্যাটাগরি: সংগঠক (জিমন্যাস্টিক্স)

(৩৪) মো. সেলিম মিয়া, ক্যাটাগরি: খেলোয়াড় (সাঁতার)

(৩৫) হাজী মো. খোরশেদ আলম, ক্যাটাগরি: সংগঠক (রোইং)

(৩৬) আবু ইউসুফ, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৩৭) এ টি এম শামসুল আলম, ক্যাটাগরি: সংগঠক (টেবিল টেনিস)

(৩৮) রহিমা খানম যুথী, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৩৯) আসাদুজ্জামান কোহিনুর, ক্যাটাগরি: সংগঠক (হ্যান্ডবল)

(৪০) মো. মাহবুব হারুন, ক্যাটাগরি: খেলোয়াড় (হকি)

২০১৬ সাল: ১৩ জন

(৪১) মোহাম্মদ মনিরুজ্জামান, ক্যাটাগরি: খেলোয়াড় (সাঁতার)

(৪২) লে. কমান্ডার এ কে সরকার (অব.), ক্যাটাগরি: সংগঠক (বাস্কেটবল)

(৪৩) বেগম সুলতানা পারভীন লাভলী, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৪৪) বীর মুক্তিযোদ্ধা শামীম-আল-মামুন, ক্যাটাগরি: সংগঠক (ভলিবল)

(৪৫) আরিফ খান জয়, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৪৬) খন্দকার রকিবুল ইসলাম, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৪৭) মোহাম্মদ জালাল ইউনুস, ক্যাটাগরি: সংগঠক (ক্রিকেট)

(৪৮) মো.তোফাজ্জল হোসেন, ক্যাটাগরি: সংগঠক (অ্যাথলেটিক্স)

(৪৯) কাজল দত্ত, ক্যাটাগরি: খেলোয়াড় (ভরোত্তোলন)

(৫০) মো. তাবিউর রহমান পালোয়ান, ক্যাটাগরি: সংগঠক (কুস্তি)

(৫১) জেড. আলম, ক্যাটাগরি: সংগঠক (ফুটবল ) (মরণোত্তর)

(৫২) আবদুর রাজ্জাক (সোনা মিয়া), ক্যাটাগরি: খেলোয়াড় (হকি) (মরণোত্তর)

(৫৩) কাজী হাবিবুল বাশার, ক্যাটাগরি: খেলোয়াড়

২০১৫ সাল: ১১ জন

(৫৪) অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, ক্যাটাগরি: সংগঠক (ক্যারম)

(৫৫) মো.আহমেদুর রহমান, ক্যাটাগরি: খেলোয়াড় ও সংগঠক (জিমন্যাস্টিক্স)

(৫৬) আহমেদ সাজ্জাদুল আলম, ক্যাটাগরি: সংগঠক (ক্রিকেট)

(৫৭) খাজা রহমতউল্লাহ, ক্যাটাগরি: খেলোয়াড় (হকি) (মরণোত্তর)

(৫৮) মাহ্তাবুর রহমান বুলবুল, ক্যাটাগরি: খেলোয়াড় ও সংগঠক (বাস্কেটবল)

(৫৯) বেগম ফারহাদ জেসমীন লিটি, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৬০) বরুন বিকাশ দেওয়ান, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৬১) রেহানা জামান, ক্যাটাগরি: খেলোয়াড় (সাঁতার)

(৬২) মো. জুয়েল রানা, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৬৩) বেগম জেসমিন আক্তার, ক্যাটাগরি: খেলোয়াড় (ভারোত্তোলন, কারাতে ও তায়কোয়ানডো)

(৬৪) বেগম শিউলী আক্তার সাথী, ক্যাটাগরি: খেলোয়াড় (ব্যাডমিন্টন)

২০১৪ সাল: ১০ জন

(৬৫) শামসুল বারী, ক্যাটাগরি: খেলোয়াড় ও সংগঠক (হকি) (মরণোত্তর)

(৬৬) এনায়েত হোসেন সিরাজ, ক্যাটাগরি: সংগঠক (ক্রিকেট)

(৬৭) মো. ফজলুর রহমান বাবুল, ক্যাটাগরি: সংগঠক (ফুটবল)

(৬৮) সৈয়দ শাহেদ রেজা, ক্যাটাগরি: সংগঠক (হ্যান্ডবল)

(৬৯) মো. ইমতিয়াজ সুলতান জনি, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৭০) মোহাম্মদ এহসান নামিম, ক্যাটাগরি: খেলোয়াড় (হকি)

(৭১) বেগম কামরুন নেছা, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৭২) মো.সামছুল ইসলাম, ক্যাটাগরি: খেলোয়াড় (সাঁতার)

(৭৩) মিউরেল গোমেজ, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৭৪) মো. জোবায়েদুর রহমান রানা, ক্যাটাগরি: খেলোয়াড় (ব্যাডমিন্টন)

২০১৩ সালের জন্য নির্বাচিত ১১ জন

(৭৫) মুজাফ্ফর হোসেন পল্টু, ক্যাটাগরি: খেলোয়াড় ও সংগঠক (ক্রিকেট)

(৭৬) কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ক্যাটাগরি: সংগঠক (হ্যান্ডবল)

(৭৭) উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ, ক্যাটাগরি: সংগঠক (ভারোত্তোলন)

(৭৮) সামশুল হক চৌধুরী, ক্যাটাগরি: সংগঠক (ফুটবল)

(৭৯) বীর মুক্তিযোদ্ধা মো. শাহ্জাহান মিজি, ক্যাটাগরি: খেলোয়াড় (সাঁতার)

(৮০) রোকেয়া বেগম খুকী, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৮১) বেগম মুনিরা মোর্শেদ খান (হেলেন), ক্যাটাগরি: খেলোয়াড় (টেবিল টেনিস)

(৮২) মো. ইলিয়াস হোসেন, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৮৩) বেগম জ্যোৎস্না আক্তার, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৮৪) ভোলা লাল চৌহান, ক্যাটাগরি: খেলোয়াড় (স্কোয়াশ)

(৮৫) খালেদ মাহমুদ সুজন, ক্যাটাগরি: খেলোয়াড় (ক্রিকেট)।

এমপি/আরএ/

Header Ad

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২২১ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৪ হাজার ৫৬৭ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৫ জন নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Header Ad

ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের

প্রতীকী ছবি

বাংলাদেশি নারীদের দিয়ে যৌন ব্যবসা চালানো একটি চক্রের সন্ধান মিলেছে ভারতে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এক কিশোরীসহ অন্তত ২৩ তরুণী বাধ্য হয়ে সেখানে এসব কাজ করছেন। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে তাদের উদ্ধার করা হয়। রাজ্যটির স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশাটিভি রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তরুণীরা বৃহৎ মানবপাচারের শিকার হয়েছেন। তাদের দৈনিক ২ হাজার রুপি বেতনের কাজের লোভ দেখিয়ে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তারা শোষণ ও অন্যায়ের শিকার হয়েছেন।

এই যৌনব্যবসার সঙ্গে জড়িত থাকা দালালরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে খদ্দেরের সঙ্গে যোগাযোগ করেন। যখন কোনো খদ্দের আগ্রহ প্রকাশ করেন তখন তাদের বাংলাদেশি তরুণীদের ছবি পাঠানো হয়। সেখান থেকে যে কোনো একজনকে বেঁছে নেয় তারা। এরপর আগেই অর্থ পরিশোধ করতে হয়। সবশেষে ওই খদ্দেরকে হোটেলের ঠিকানা দেওয়া হয় যেখানে নির্দিষ্ট তরুণী অপেক্ষা করেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোটাক থেকে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে উদ্ধারের পর পুরো বিষয়টি সামনে আসে। ওই কিশোরীকে লিংক রোডের কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর তদন্ত শুরু হয় কীভাবে বাংলাদেশি তরুণীদের ওড়িশায় নিয়ে আসা হচ্ছে।

পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া এক যৌনকর্মী জানান, নিজের ইচ্ছার বিরুদ্ধে তিনি এই কাজ করতে বাধ্য হচ্ছেন। তিনি এখানে আটকা পড়ে গেছেন। উদ্ধারকৃত ওই যৌনকর্মী জানান, পুরো বিষয়টি পরিচালনা করে একটি সংঘবদ্ধ চক্র।

ধারণা করা হচ্ছে, প্রতারণার শিকার এই তরুণীদের কয়েক বছর ধরে আটকে রেখেছে চক্রটি। যারা এরসঙ্গে জড়িত তাদের ধরে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে।

স্থানীয় যেসব দালাল এই ব্যবসা চালানোয় ভূমিকা রেখেছে তাদের শনাক্ত করতে সক্রিয় অভিযান শুরু করেছে পুলিশ।

ভুবনেশ্বরের ডিসিপি পিনাক মিশ্রা ওড়িশাটিভিকে বলেছেন, “আমরা টুইন সিটিতে এ ধরনের অবৈধ কার্যক্রমের ওপর দৃষ্টি রাখছে। আমাদের কাছে এসব বিষয়ে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য আছে। যারা এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Header Ad

ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল।

রবিবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আর্জেন্টিনা ব্রাজিলকে চাপে রেখে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পেরুর লিমাতে বসেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। যদিও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল। বিপরীতে আর্জেন্টিনা রার্নাসআপ হয়ে। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতেছিল ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা জয় পায় দুইটিতে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ঠিকই জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

আগামীকাল সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কলম্বিয়াও গ্রুপ চ্যাম্পিয়ন প্যারাগুয়েকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
৫ বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় জিডি করলেন নওশাবা
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ
রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭