কঠিন সিরিজ হবে
শ্রীলঙ্কা দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ নতুন দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশ বয়সভিত্তিক দলের কোচ ছিলেন। সময়ের হিসাবে প্রায় ৪ বছর। এ সময়ে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বাংলাদেশ।
বাংলাদেশে থাকার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষ সম্বন্ধে অনেক কিছুই জানেন তিনি। কন্ডিশন, দুর্বলতা অনেক কিছুই তার নখদর্পনে। কিন্তু এ সব তথ্যে শতভাগ বিশ্বাসী নন নাভিদ নেওয়াজ। তিনি মনে করেন মাঠের লড়াই-ই আসল লড়াই। সেখানে যারা ভালো করবে, ফলাফল তাদের ঘরেই উঠবে।
তিনি বলেন, ‘কন্ডিশন যাই হোক না কেন খেলোয়াড়দের খেলতে হবে। তাদের বল কিংবা ব্যাট হাতে নিজেদের কাজটা করতে হবে। তাই আমার মনে হয় এটা হয়ত কিছুটা প্রভাব ফেলে কিন্তু কোনভাবেই পুরোটা নয়। কোচ হিসেবে আমাদের দায়িত্ব তাদের সেরা প্রস্তুতি নিশ্চিত করা, সাহায্য করে যাওয়া যেন তারা ভালো পারফর্ম করতে পারে। আমি সেটাই আশা করি।’
নাভিদ নেওয়াজের দৃষ্টিতে সিরিজটি হবে কঠিন। লড়েই হবে দুই দেশের ব্যাটসম্যানদের মধ্যে। তিনি বলেন, ‘আমি মনে করি এটা একটা কঠিন সিরিজ হতে যাচ্ছে। এটা দুই দলের ব্যাটসম্যানদের সিরিজ হতে যাচ্ছে। বোলিংয়ের দিকে তাকালে কিছুটা অনভিজ্ঞতা চোখে পড়বে দুই দলেরই। কিন্তু দুই দলের ব্যাটিংকে সুপারিয়র বলা যায়।’
বাংলাদেশে সাফল্য পেতে নাভিদ নেওয়াজ অতীত অভিজ্ঞতার উপর ভরসা করছেন। তিনি বলেন, ‘এখানে খেলতে আসার আগে আমাদের পূর্বের অভিজ্ঞতার উপর নির্ভর করতে হচ্ছে। আমাদের কয়েকজন খেলোয়াড় আছে যাদের আপনারা ভালোভাবে চেনেন। তারা ঢাকা প্রিমিয়ার লিগসহ এখানকার ঘরোয়া ক্রিকেটে খেলে থাকে। দলে কিছু খেলোয়াড় আছে, যারা বাংলাদেশে সর্বশেষ টেস্ট সিরিজ খেলে গেছে। সুতরাং আমরা বেশ আশাবাদী। যখন আমরা চট্টগ্রাম যাব ওখানকার কন্ডিশন দেখব, পিচ দেখব, এরপর যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা থাকবে।’
নাভিদ নেওয়াজ জানান, চট্টগ্রামের পিচে রান হয় বেশি। তিনি বলেন, ‘খেয়াল করলে দেখা যায় চট্টগ্রামের পিচে প্রচুর রান হয়। এবার সেরকমই প্রত্যাশা থাকবে।’
নাভিদ নেওয়াজ নিজের দলকে অভিজ্ঞতা আর তারুণ্যের সংমিশ্রণে গড়া। এই দল নিয়ে তিনি ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘আমাদের একটা ভালো দল হয়েছে। কিছু অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে ভালো একটা তারুণ্যনির্ভর দল। এখন হার-জিত নির্ভর করছে নির্দিষ্ট দিনে আমরা কতটা ভালো খেলছি তার উপর। আর এ ক্ষেত্রে আমরা খুব ইতিবাচক এবং আত্মবিশ্বাসী আমাদের ছেলেদের নিয়ে। আশাকরি তারা মাঠে নামবে এবং নিজেদের সেরাটা দেবে।
এমপি/আরএ/