বাংলাদেশে থাকা সময়টা উপভোগ করেছেন নাভিদ নেওয়াজ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা এসেছে ৮ মে রবিবার। নাভিদ নেওয়াজ দলটির সহকারি কোচ হয়ে প্রথমবারের মতো এসেছেন বাংলাদেশে। এই পরিচয়ে তিনি প্রথম এলেও বাংলাদেশে কিন্তু তার প্রথম আসা নয়।
বাংলাদেশের কাছে তিনি খুবই পরিচিত মুখ। বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা অর্জন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের যে শিরোপা জিতেছিল, তার নেপথ্যে কান্ডারি ছিলেন এই লঙ্কান কোচ। চার বছর তিনি দায়িত্ব পালন করেছেন বয়সভিত্তিক দলটির। বাংলাদেশের সঙ্গে তার সর্ম্পকচ্ছেদ হয়েছে খুব বেশি দিন হয়নি। এ বছরই। এরপর ফিরে যান দেশে। সেখানে দায়িত্ব পান দেশটির মূল দলের সহকারী কোচের। তারপর তার প্রথম অ্যাসাইনমেন্ট সেই বাংলাদেশেই।
বাংলাদেশে থাকার সময়টা তিনি বেশ উপভোগ করেছেন। আবার নিজ দেশে ফিরতে পেরেও তিনি খুশি। নাভিদ নেওয়াজ বলেন, ‘আমার দেশে ফিরতে পারাটা ভালো ব্যাপার। নিজের ঘরে ফিরতে পেরে আমি খুশি। বাংলাদেশে কাটানো চার বছর আমি দারুণ সময় কাটিয়েছি।’
অনেক ক্রিকেটারের ভিত মজবুত করে দিয়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাজয়ী দলের দুই সদস্য ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও পেসার শরিফুল ইসলাম এখন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। তিনি মনে করেন, এই দুই ক্রিকেটার হবে আগামী দিনে বাংলাদেশ দলের মূল কান্ডারি।
নাভিদ নেওয়াজ বলেন, ‘তাদের (শরিফুল- মাহমুদুল) যথেষ্ট স্কিল আছে। যে কোনো পরিস্থিতি সামলানোর মতো যোগ্যতা আছে তাদের। দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছে। ভবিষ্যতেও তারা এই সাফল্য ধরে রাখতে পারবে। দুজনেই একদিন বাংলাদেশ ক্রিকেটের কান্ডারি হয়ে উঠবে।’
এমপি/আরএ/