শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি ক্রিকেটারদের উপর প্রভাব ফেলেনি
শ্রীলঙ্কা দল যখন বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেয়, তখনো তাদের প্রধানমন্ত্রী ছিলেন মাহিন্দা রাজাপক্ষে। কিন্তু এখন আর তিনি দেশটির প্রধানমন্ত্রী নন। তিনি আজ সোমবার (৯ মে) পদত্যাগ করেছেন।
মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করার আগ পর্যন্ত দেশটির রাজনৈতিক পরিস্থিতি ছিল খুবই খারাপ। এর প্রভাব পড়ে অর্থনীতির উপর। ঋণের ভারে জর্জরিত দেশটি হয়ে পড়ে দেউলিয়া। এত করে দেশের সাধারণ জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়। কিন্তু ক্রিকেটারদের উপর এর প্রভাব পড়েনি বলে জানান শ্রীলঙ্কা ক্রিকেট দলের সহকারি কোচ নাভিদ নেওয়াজ।
শ্রীলঙ্কা দল রবিবার (৮ মে) বাংলাদেশে আসার পর আজ সোমবার মিরপুর একাডেম মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় না এটা (অর্থনৈতিক সমস্যা) কোনোভাবে প্রভাব ফেলেছে। ক্রিকেটাররা তাদের ক্রিকেটীয় কার্যক্রমে ছিল। কঠোর পরিশ্রম করেছে। গত কয়েক মাস ধরে বেশ ভালো ট্রেনিং হয়েছে। আমি এ সময়ে ক্রিকেটারদের উপর কোনো প্রভাব পড়তে দেখিনি, অন্তত এখনো পর্যন্ত।’
নাভিদ নেওয়াজের কথার প্রতিফলন দেখা যায় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে, দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল যথাসময়ে বাংলাদেশে এসেছে। রাজনৈতিক কারণে যেখানে দেশের অনেক কিছুই ওলট-পালট হয়ে গেছে, সাধারণ জনগণ থেকে শুরু করে জয়াসুরিয়া-রানাতুঙ্গার মতো সাবেক গ্রেট ক্রিকেটাররা পর্যন্ত রাস্তায় নেমেছিলেন আন্দোলন করতে, সেখানে ক্রিকেটারার নিয়মিত অনুশীলন করে গেছেন।
শ্রীলঙ্কা দল বাংলাদেশে নির্ধারিত সময়ে আসবে কি না এ নিয়ে নানা কথা শোনা গেলেও বিসিবির পক্ষ থেকে কখনো ন্যূনতম শঙ্কা প্রকাশ করতে দেখা যায়নি। সব সময়ই জানানো হয়েছে সিরিজ যথাসময়েই অনুষ্ঠিত হবে।
এমপি/আরএ/