রুমানাদের দ্বিতীয় জয়
জাহানারার ফ্যালকন ওমেন দলের কাছে হারের পর আবার জয়ে ফিরে এসেছে রুমানার বার্মি আর্মি ওমেন দল। রবিবার দুবাইতে অনুষ্ঠিত ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক ফ্রাঞ্চাইজি আসরে বার্মি আর্মি ৮ উইকেটে হারিয়েছে টর্নেডোজ ওমেন দলকে। টস হেরে ব্যাট করতে নেমে টর্নেডোজ ২০ ওভারে ২ উইকেটে ১৫০ রান করে। জবাব দিতে নেমে রুমানার দল ১৫.৫ ওভারে ২ উইকেটে ১৫৩ রান করে ম্যাচ নিজেদের করে নেয়। ৩ ম্যাচে বার্মি আর্মির এটি ছিল দ্বিতীয় জয়। এই ম্যাচে রুমানা মোটেই সুবিধা করতে পারেননি। ২ ওভার বোলিং করে ১৯ রান দেন। নিতে পারেননি কোনো উইকেট। সুযোগ পাননি ব্যাট করার। ৩ ম্যাচ ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে রুমানার বার্মি আর্মি। সমান ম্যাচ ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে জাহানানার ফ্যালকন ওমেন।
টস হেরে ব্যাট করতে নেমে টর্নেডোজের ব্যাটসম্যানরা শুরুতেই বিপদে পড়ে মাত্র ৫ রানে দুই ওপেনার সুফি ডিভাইন ও স্টেরি কালিসকে হারিয়ে। দুই জনেই রান আউট হন। এরপর তৃতীয় উইকেট জুটিতে সুনে লুস ও স্টিফেনি ডিভাইন জুটি বেঁধে আর কোনো উইকেটের পতন হতে না দিয়ে অবশিষ্ট ১৮.৩ ওভার খেলে অবিচ্ছিন্ন থেকে ১৪৫ রান যোগ করেন। সুনে ৫৮ বলে ১ ছক্কা ও ৭ চারে ৬৬ ও স্টিফেনি টেলর ৫৪ বলে ৩ ছক্কা ও ৮৭ চারে ৭৮ রান করে অপরাজিত থাকেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বার্মি আর্মির দুই ওপেনার দেন্দ্রা ডট্টিন ও কাভিসা এগোডেজই দলকে জয় এনে দেয়ার পথে ছিলেন। দুই জনে মারমুখি ব্যাটিং করে ১৩.১ ওভারে ১১৬ রান করে বিচ্ছিন্ন হন। কাভিসা ৪২ বলে ৪৩ রান করে রানআউট হন। তিনি আউট হওয়ার ১১ রান পর লাউরাকে ৮ রানে ফিরিয়ে দিয়ে ম্যাচের একমাত্র উইকটে পান মাগর। এরপর ডট্টিন ও অধিনায়ক হেথার নাইট দলকে জয়ী করে ফেরেন। ডট্টিন ৪০ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৫৬ রান ও হেথ্রা নাইট ৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।
রুমানা প্রথম ওভার করতে আসেন ইনিংসের সপ্তম ওভারে। প্রথম ৫ বলে পাঁচটি সিঙ্গেল রান দিলেও শেষ বলে স্টিফেনি টেলর ছক্কা মারেন। ফলে রুমানার প্রথম ওভারে রান দেন ১১। দ্বিতীয় ওভার তিনি করেন ইনিংসের দ্বাদশ ওভারে। এই ওভারে তিনি প্রথম ৪ বলে একটি ডট বলসহ তিন রান দেন। কিন্তু পঞ্চম বলে সেই স্টিফেনি টেলর বাউন্ডারি মারেন। পরের বলে আবার তিনি এক রান। এই ওভারে রুমানা রান দেন ৮। দ্বিতীয় ওভারে রুমানা নিজেকে অনেকটা ফিরে পেলেও অধিনায়ক হেথার নাইট পরে তাকে দিয়ে আর কোনো বোলিংই করাননি। ইনিংসে তার ইকোনমিই ছিল সবচেয়ে বেশি। সোমবার খেলার বিরতি। ১০ মে রামানাদের পরবর্তি খেলা স্প্রিট ওমেনের বিপক্ষে।
ম্যাচ সেরা হন স্টিফেনি টেলর।
এমপি/এস