দেশের স্বার্থে মোস্তাফিজ অবশ্যই টেস্ট খেলবে: পাপন
বিসিবির সভাপতি ও পরিচালকদের (কেউ কেউ) কথার মাঝে সমন্বয়ের বিরাট ঘাটতি দেখা যাচ্ছে। আগের দিন মোস্তাফিজের টেস্ট না খেলা নিয়ে বিসিবির পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তীব্র ক্ষোভ প্রকাশ করে মিডিয়ার সামনে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে তিনি মোস্তাফিজের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেন।
এমন কি তাকে বিসিবির বেতনভুক্ত কর্মী হিসেবে উল্লেখ করে চাইলে টেস্ট খেলতে বাধ্য বলেও মস্তব্য করেন। খালেদ মাহমুদের কথায় মোস্তাফিজের প্রতি ছিল তুচ্ছ তাচ্ছিল্যভাব। কিন্তু আজ মোস্তাফিজের টেস্ট খেলা নিয়েং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথার পর মনে হচ্ছে খালেদ মাহমুদ সুজন নিজের মনগড়া কথা বলে গেছেন। নাজমুল হাসান পাপন জানিয়েছেন মোস্তাফিজ তাদের টেস্ট পরিকল্পনাতেই নেই। তিনি বলেন, ‘ও (মোস্তাফিজ) আমাদের টেস্টে নাই।’
মোস্তাফিজের টেস্ট খেলা না খেলা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে খুব স্বাভাবিক। আমি জানি না কেন বার বার এ কথা আসছে। এখানে কোনো কনফিউশন রাখার কোনো কারণই নেই। যখন আমরা কাউকে কোনো অপশন দেইনি, কে কোন ফরম্যাট খেলবে, তখনো কেউ কিন্তু মোস্তাফিজকে টেস্ট দলে নেয়নি। কেন নেয়নি আমি জানি না। মেস্তাফিজকে তারা টেস্টে সিলেক্ট করেনি। তারা ওডিআই ও টি-২০ খেলত। কিন্তু একটা সময় আসে, যখন নাকি আমরা টেস্টের জন্য কিছু আলাদা খেলোয়াড় তৈরি করি। যেমন মুমিনুল, সাদমান, শান্ত, সাইফ, রাহী, এবাদত, খালেদ এদেরকে আমরা টেস্টের জন্য তৈরি করি। এদের সুযোগ দিতে হবে, সেজন্য ওকে নেওয়া হয়নি। ও আমাদের টেস্টে নাই।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যখন একটা অপশন সবাইকে দেওয়া হলো কে কোনো ফরম্যাট খেলতে চায়। চাইলেই হবে এমন না। অনেকেই অনেক ফরম্যাট খেলতে চাইছে। কোন প্লেয়ার আছে যে বলবে আমি তিনটা খেলতে চাই না। তরুণ সবাই চায়। তাই বলে আমরা সবাইকে কি সব ফরম্যাট রাখব নাকি। ও ন্যাচরালি দিয়েছে। ওকে এমনেও তো টেস্টে নেয় না। ও ওডিআই-টি-২০ দিয়েছে, তাতে করে বোঝা যাচ্ছে ওর আসলে টেস্টের প্রতি ওর আগ্রহ ওরকম নাই। এটা বাস্তবতা। এটা আমরা জানি।’
আবার মেস্তাফিজের টেস্ট খেলার প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘যদি এমন অবস্থা হয়, আমাদের কাছে এখন কোনো ফাস্ট বোলার নেই এবং আমাদের একটা ফাস্ট বোলার দরকার, তখন দেশের স্বার্থে খেলবে কী না, অবশ্য খেলবে। এখানে তো কোনো আলাপ আলোচনারই বিষয় নেই। ও তো আইপিএলে যাওয়ার আগেও বলে গেল, আইপিএলের চেয়ে আমার দেশের জন্য খেলা ইর্ম্পটেন্ট। আপনাদেরই বলেছে, আমাকে যদি শ্রীলঙ্কা সিরিজে রাখা হয়, আমি আইপিএল খেলব না। এটা ক্লিয়ার কাট। সো এখানে কোনো কনফিউশন কিসের।
এমপি/এমএমএ/