মাঠের বাইরে সাকিব বহুরূপি!
বাইশ গজের মাঠে সাকিব একই চরিত্রের অধিকারী। এখানে তার নৈপুণ্য নিয়ে ছিটেফোঁটাও প্রশ্ন তুলা যায় না। শতভাগ দিয়ে নিজেকে নিংড়ে দেন। সাকিব না খেলা মানেই দুই জন দিয়ে শূন্যস্থান পূরণ। কিন্তু মাঠের বাইরে সাকিব বহুরূপি। তাকে চেনা দায়। কখন কি করেন, আর কখন কি বলেন, তার কোনো হিসেব নেই।
বিসিবি সভাপতি নিজেও সাকিবের এই ‘চরিত্র’ নিয়ে ধোয়াশায় আছেন। সাকিবের খেলা, না খেলা নিয়ে তার সঙ্গে নাজমুল হাসান পাপন অসংখ্যবার বসেছেন। কিন্তু সেখানে বসে তিনি দেখেছেন এক সাকিবকে। আবার বাইরে বের হয়ে আসার পর দেখেছেন আরেক সাকিবকে। এভাবেই সাকিব যেন নিজেকে বহুরূপি হিসেবে আবির্ভূত করেছেন।
রবিবার (৮ মে) জাতীয় দলের কোচিং স্টাফ ও টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে বৈঠক শেষে দলের সিনিয়র ক্রিকেটারদের প্রসঙ্গে বলতে গিয়ে সাকিব কে নিয়ে তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন। সব ফরম্যাটে সবাই ওকে চায়। কিন্তু ওকে পাওয়াটা কঠিন।’
তিনি আরও বলেন, ‘আমরা আসলে নিজেরাই জানি না ও (সাকিব) কোনটা খেলবে, কোনটা খেলবে না। ওর
সঙ্গে আমি যখন কথা বলি আমার মনে হয় ও সবগুলোই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে। এটাতো অস্বীকার করার উপায় নেই। সো আসলে ওরটা বলা একটু কঠিন।’
এমপি/এমএমএ/