দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
দেশজুড়ে যৌথবাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ ১৭তম দিনে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে অতিরিক্ত ৯৯৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে, বলে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এক বার্তায় জানানো হয়েছে।
অভিযানে একটি পুরাতন বিদেশি পিস্তল, একটি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি শর্টগানের শিসা কার্তুজ, একটি ধারালো চাপাতি, একটি ধারালো বটি এবং দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে ডেভিল হান্ট অভিযানের ১৭ দিনে সারাদেশে মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে এই অভিযান শুরু হয়।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযানে বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
