সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পুলিশের কাছে শেখ জামালের প্রথম হার

ঈদের ছুটির পর শনিবার (৭ মে) আবার মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল লিগ। আর প্রথম দিনই অঘটনের শিকার হয়েছে শিরোপা লড়াইয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা ১-০ গোলে হেরেছে বাংলাদেশ পুলিশের কাছে। এ দিন জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। বসুন্ধরা কিংস ৩-২ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে এবং আবাহনী ২-১ গোলে রহমতগঞ্জকে পরাজিত করে। দিনের অপর খেলায় জয় পেয়েছে দ্বিতীয় পর্ব থেকে বদলে যাওয়া সাইফ স্পোর্টিং ক্লাব। তারা ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

লিগে একমাত্র অপরাজিত দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৪তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল। রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে আজ তারা ১-০ গোলে হেরেছে বাংলাদেশ পুলিশের কাছে। ৬২ মিনিটে দুই দলের ব্যবধানসূচক একমাত্র গোলটি করেন বিজয়ী দলের বদলি খেলোয়াড় শেখ বাবুল। এই হারের ফলে শেখ জামালের পয়েন্ট টেবিলে অবস্থানে কোনো হেরফের হয়নি। ২৭ পয়েন্ট নিয়ে তারা তিনেই আছে। কিন্তু শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫ থেকে বেড়ে ৮ হয়ে গেছে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। অপরদিকে, পুলিশ এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে সাতেই আছে।

সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনী জয়ী হয়েছে দুই দেশি ফুটবলার রয়েল ও জুয়েল রানার গোলে। আবাহনীর দুটি গোলই ছিল প্রথমার্ধে। ১৩ মিনিটে মেহেদি হাসান রয়েলের গোলে আবাহনী এগিয়ে যাওয়ার পর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুয়েল রানা। রহমতগঞ্জ একটি গোল পরিশোধ করেন ইনজুরির টাইমে খেলার ৯২ মিনিটে। গোলদাতা ছিলেন জেবাহ। এই জয়ে ১৪৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আবাহনী নিজেদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে। কিন্তু শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে আর পয়েন্ট ব্যবধান কমাতে পারেনি। চারই থেকে গেছে। কারণ এই রাউন্ডে বসুন্ধরা কিংসও জয়ী হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের হোম ভেন্যু মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরার জয় ছিল কষ্টার্জিত। দুই দুইবার পিছিয়ে পড়ে তারা ম্যাচ জিতে নেয় ৩-২ গোলে। ১৬ মিনিটে বুরুন্ডির সুদি আব্দুল্লাহর গোলে মুক্তিযোদ্ধা সংসদ এগিয়ে যাওয়ার পর ৪৮ মিনিটে রবসনের গোলে বসুন্ধরা সমতা আনে। ৬০ মিনিটে সুদি আব্দুল্লাহ আবারো গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর ৭২ মিনিটে এলিটা কিংসলের গোলে বসুন্ধরা আবারো সমতা আনে। অবশেষে ৮০ মিনিটে সুমন রেজা যে গোল করেন বসুন্ধরারে পক্ষে তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে।

প্রথম পর্বে ভালো করতে না পারা সাইফ স্পোর্র্টিং ক্লাব দ্বিতীয় পর্বে অধিনায়ক বদলের সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট লেবেলেও পরিবর্তন আনে। আর শতভাগ ফায়দা তারা পাচ্ছে দ্বিতীয় পর্বে টানা তৃতীয় জয় তুল নিয়ে। আজ তারা শেখ রাসেলের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় জয়ী হয়েছে ১-০ গোলে। ৬১ মিনিটে নতুন অধিনায়ক রিয়াদল ইসলাম রাফির গোলে জয় পায়। শেখ রাসেলের দ্বিতীয় পর্বে এটি ছিল প্রথম হার। আগের দুই ম্যাচে তারা জয়ী হয়েছিল। এই জয়ে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব পাঁচ থেকে চারে উঠে এসেছে। শেখ রাসেলের পয়েন্ট ১৪। তাদের অবস্থান আটে।

এমপি/আরএ/

Header Ad

ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের

প্রতীকী ছবি

বাংলাদেশি নারীদের দিয়ে যৌন ব্যবসা চালানো একটি চক্রের সন্ধান মিলেছে ভারতে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এক কিশোরীসহ অন্তত ২৩ তরুণী বাধ্য হয়ে সেখানে এসব কাজ করছেন। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে তাদের উদ্ধার করা হয়। রাজ্যটির স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশাটিভি রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তরুণীরা বৃহৎ মানবপাচারের শিকার হয়েছেন। তাদের দৈনিক ২ হাজার রুপি বেতনের কাজের লোভ দেখিয়ে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তারা শোষণ ও অন্যায়ের শিকার হয়েছেন।

এই যৌনব্যবসার সঙ্গে জড়িত থাকা দালালরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে খদ্দেরের সঙ্গে যোগাযোগ করেন। যখন কোনো খদ্দের আগ্রহ প্রকাশ করেন তখন তাদের বাংলাদেশি তরুণীদের ছবি পাঠানো হয়। সেখান থেকে যে কোনো একজনকে বেঁছে নেয় তারা। এরপর আগেই অর্থ পরিশোধ করতে হয়। সবশেষে ওই খদ্দেরকে হোটেলের ঠিকানা দেওয়া হয় যেখানে নির্দিষ্ট তরুণী অপেক্ষা করেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোটাক থেকে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে উদ্ধারের পর পুরো বিষয়টি সামনে আসে। ওই কিশোরীকে লিংক রোডের কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর তদন্ত শুরু হয় কীভাবে বাংলাদেশি তরুণীদের ওড়িশায় নিয়ে আসা হচ্ছে।

পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া এক যৌনকর্মী জানান, নিজের ইচ্ছার বিরুদ্ধে তিনি এই কাজ করতে বাধ্য হচ্ছেন। তিনি এখানে আটকা পড়ে গেছেন। উদ্ধারকৃত ওই যৌনকর্মী জানান, পুরো বিষয়টি পরিচালনা করে একটি সংঘবদ্ধ চক্র।

ধারণা করা হচ্ছে, প্রতারণার শিকার এই তরুণীদের কয়েক বছর ধরে আটকে রেখেছে চক্রটি। যারা এরসঙ্গে জড়িত তাদের ধরে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে।

স্থানীয় যেসব দালাল এই ব্যবসা চালানোয় ভূমিকা রেখেছে তাদের শনাক্ত করতে সক্রিয় অভিযান শুরু করেছে পুলিশ।

ভুবনেশ্বরের ডিসিপি পিনাক মিশ্রা ওড়িশাটিভিকে বলেছেন, “আমরা টুইন সিটিতে এ ধরনের অবৈধ কার্যক্রমের ওপর দৃষ্টি রাখছে। আমাদের কাছে এসব বিষয়ে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য আছে। যারা এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Header Ad

ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল।

রবিবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আর্জেন্টিনা ব্রাজিলকে চাপে রেখে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পেরুর লিমাতে বসেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। যদিও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল। বিপরীতে আর্জেন্টিনা রার্নাসআপ হয়ে। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতেছিল ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা জয় পায় দুইটিতে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ঠিকই জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

আগামীকাল সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কলম্বিয়াও গ্রুপ চ্যাম্পিয়ন প্যারাগুয়েকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে।

Header Ad

আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন

নায়েব আলী জোয়ারদার এবং তাহজীব আলম সিদ্দিকী সমি। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ২টি মামলায় ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। অন্যদিকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমি ৩টি মামলায় ২০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চেীধুরী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এ জামিন আদেশ দেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মশিউর রহমান।

জানা যায়, সাবেক সংসদ সদস্য নায়ের আলী জোয়ারদারকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়ি ও জেলা বিএনপির অফিসে হামলা অগ্নিসংযোগের অভিযোগের মামলায় গত ১২ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন রাতে ঝিনাইদহ শহরের আরপপুরের জামতলা এলাকার বাড়ি থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। তারপর থেকেই তিনি জেলে ছিলেন। ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল হাই মৃত্যুবরণ করলে বিনাভোটে নায়েব আলী জোয়ারদার এমপি নির্বাচিত হন।

এ দিকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গত ৬ অক্টোবর সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুস সালাম হত্যা মামলা, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও জেলা বিএনপি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা রয়েছে।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, মেডিকেল গ্রাউন্ডে আদালত আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে জামিন দিয়েছেন। দীর্ঘদিন তারা শারীরিকভাবে অসুস্থ বলে আসামির আইনজীবী আদালতকে জানান। তারপরও তাদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে জামিন মঞ্জুর করেছেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
৫ বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় জিডি করলেন নওশাবা
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ
রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
জোড়া উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ