পুলিশের কাছে শেখ জামালের প্রথম হার
ঈদের ছুটির পর শনিবার (৭ মে) আবার মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল লিগ। আর প্রথম দিনই অঘটনের শিকার হয়েছে শিরোপা লড়াইয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা ১-০ গোলে হেরেছে বাংলাদেশ পুলিশের কাছে। এ দিন জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। বসুন্ধরা কিংস ৩-২ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে এবং আবাহনী ২-১ গোলে রহমতগঞ্জকে পরাজিত করে। দিনের অপর খেলায় জয় পেয়েছে দ্বিতীয় পর্ব থেকে বদলে যাওয়া সাইফ স্পোর্টিং ক্লাব। তারা ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
লিগে একমাত্র অপরাজিত দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৪তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল। রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে আজ তারা ১-০ গোলে হেরেছে বাংলাদেশ পুলিশের কাছে। ৬২ মিনিটে দুই দলের ব্যবধানসূচক একমাত্র গোলটি করেন বিজয়ী দলের বদলি খেলোয়াড় শেখ বাবুল। এই হারের ফলে শেখ জামালের পয়েন্ট টেবিলে অবস্থানে কোনো হেরফের হয়নি। ২৭ পয়েন্ট নিয়ে তারা তিনেই আছে। কিন্তু শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫ থেকে বেড়ে ৮ হয়ে গেছে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। অপরদিকে, পুলিশ এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে সাতেই আছে।
সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনী জয়ী হয়েছে দুই দেশি ফুটবলার রয়েল ও জুয়েল রানার গোলে। আবাহনীর দুটি গোলই ছিল প্রথমার্ধে। ১৩ মিনিটে মেহেদি হাসান রয়েলের গোলে আবাহনী এগিয়ে যাওয়ার পর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুয়েল রানা। রহমতগঞ্জ একটি গোল পরিশোধ করেন ইনজুরির টাইমে খেলার ৯২ মিনিটে। গোলদাতা ছিলেন জেবাহ। এই জয়ে ১৪৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আবাহনী নিজেদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে। কিন্তু শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে আর পয়েন্ট ব্যবধান কমাতে পারেনি। চারই থেকে গেছে। কারণ এই রাউন্ডে বসুন্ধরা কিংসও জয়ী হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের হোম ভেন্যু মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরার জয় ছিল কষ্টার্জিত। দুই দুইবার পিছিয়ে পড়ে তারা ম্যাচ জিতে নেয় ৩-২ গোলে। ১৬ মিনিটে বুরুন্ডির সুদি আব্দুল্লাহর গোলে মুক্তিযোদ্ধা সংসদ এগিয়ে যাওয়ার পর ৪৮ মিনিটে রবসনের গোলে বসুন্ধরা সমতা আনে। ৬০ মিনিটে সুদি আব্দুল্লাহ আবারো গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর ৭২ মিনিটে এলিটা কিংসলের গোলে বসুন্ধরা আবারো সমতা আনে। অবশেষে ৮০ মিনিটে সুমন রেজা যে গোল করেন বসুন্ধরারে পক্ষে তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে।
প্রথম পর্বে ভালো করতে না পারা সাইফ স্পোর্র্টিং ক্লাব দ্বিতীয় পর্বে অধিনায়ক বদলের সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট লেবেলেও পরিবর্তন আনে। আর শতভাগ ফায়দা তারা পাচ্ছে দ্বিতীয় পর্বে টানা তৃতীয় জয় তুল নিয়ে। আজ তারা শেখ রাসেলের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় জয়ী হয়েছে ১-০ গোলে। ৬১ মিনিটে নতুন অধিনায়ক রিয়াদল ইসলাম রাফির গোলে জয় পায়। শেখ রাসেলের দ্বিতীয় পর্বে এটি ছিল প্রথম হার। আগের দুই ম্যাচে তারা জয়ী হয়েছিল। এই জয়ে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব পাঁচ থেকে চারে উঠে এসেছে। শেখ রাসেলের পয়েন্ট ১৪। তাদের অবস্থান আটে।
এমপি/আরএ/