এশিয়ান গেমস হকি বাছাইপর্ব
জয় দিয়ে শুরু বাংলাদেশের
শুক্রবার এশিয়ান অলিম্পিক কমিটি করোনার প্রকোপ বৃদ্ধির কারণে চীনের হাংঝুতে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস স্থগিত করেছে। অথচ সেদিনই থ্যাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে সেই এশিয়ান গেমস হকিরই বাছাই প্রতিযোগিতা। সেই আসরে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ইন্দোনেশিয়া। বাংলাদেশ জয়ী হয়েছে ৩-১ গোলে। বাংলাদেশের হয়ে সারোয়ার আলম, পুস্কর ক্ষিসা মিমো ও অধিনায়ক ফজলে রাব্বি একটি করে গোল করেন। কোনো গোল না করেও দারুণ খেলে ম্যাচ সেরা হন রেজাউল করিম বাবু। বাংলাদেশের দ্বিতীয় খেলা ১০ মে শ্রীলঙ্কার বিপক্ষে। বাছাই পর্বে দুই গ্রুপে আটটি দল খেলছে। এখান থেকে ছয়টি দল এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।
প্রথম ৩ কোয়ার্টারে একটি করে গোল করে। প্রথম কোয়ার্টারের ১০ মিনিটে বাংলাদেশ সারোয়ার আলমের ফিল্ড গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারের ৮ ও খেলার ২৪ মিনিটে পুস্কর ক্ষিসা মিমোর ফিল্ডি গোলে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। তৃতীয় কোয়ার্টারের ৯ ও খেলার ৩৯ মিনিটে ইন্দোনেশিয়া একটি গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয়। কিন্তু পরের মিনিটেই ফজলে রাব্বি ফিল্ড গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। চতুর্থ কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। গত মাসে এএইচকাপ হকিতে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়েছিল।
এসএন