আজ দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি জাহানারা-রুমানা
বেসরকারি উদ্যোগে দুবাইয়ে মেয়েদের প্রথম ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন দুই ক্রিকেটার রুমানা আহমেদ ও জাহানারা আলম। রুমানা খেলছেন বার্মি আর্মিতে। জাহানারার দল ফ্যালকন ওমেন।
দুই জনের দলই তাদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে। এর মধ্যে জাহানারা আবার আসরের প্রথম বলও করেছেন। ৬ দলের লিগ পদ্ধতির আসরে আজ দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের দুই ক্রিকেটার পরস্পরের মুখোমুখি হবেন। দুবাই স্পোর্টিস সিটিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
জাহানারার দল ফ্যালকন প্রথম ম্যাচে ৮ উইকেটে হারিয়েছিল ওয়ারিয়ার্সকে। আগে ব্যাট করে ওয়ারিয়ার্স ২ উইকেটে ১৭৭ রান করেছিল। সেই রান জাহানারার দল অতিক্রম করেছিল ৮ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে। ম্যাচে জাহানার ৪ ওভার বোলিং করে প্রথম ৩ ওভারে মাত্র ১৮ রান দিলেও শেষ ওভারে ১৭ রান দিয়েছিলেন। ৪ ওভারে তিনি মোট রান দিয়েছিলেন ৩৫। তিনি কোনো উইকেট পাননি।
আসরের দ্বিতীয় দিন মাঠে নেমেছিল রুমানারা বার্মি আর্মি। লো-স্কোরিং ম্যাচে স্প্রিট ওমেনের বিপক্ষে রুমানার দল জয়ী হয়েছিল ৫০ রানে। টস হেরে ব্যাট করতে নেমে রুমানার দল ৬ উইকেটে ১২৫ রান করেও স্প্রিট ওমেনের ৯ উইকেট তুলে নিয়ে আটকে রাখে ৭৫ রানে। রুমানা ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য। ৪ ওভারে রান দিয়েছিলেন মাত্র ৭। তার ১৭ বলে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা কোনো রান নিতে পারেননি।
এমপি/আরএ/