চিকিৎসার জন্য লন্ডন গেলেন তাসকিন
কাঁধের চিকিৎসার জন্য আজ শুক্রবার (৬ মে) সকালে লন্ডন গেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লন্ডন যাওয়ার বিষয়টি জানিয়ে তাসকিন তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
তাসকিন দীর্ঘদিন ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছেন। দক্ষিণ আফ্রিকা সফরে তিনি প্রথম টেস্ট খেলার পর দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি কাঁধের ইনজুরি নিয়েই বোলিং করেছিলেন। ইনজুরিতে পড়ার পর তিনি দ্বিতীয় টেস্ট না খেলে সরাসরি দেশে চলে আসেন।
এই ইনজুরির কারণে পরে তিনি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও খেলতে পারেননি। খেলতে পারবেন না শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজও। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের বোলিং আক্রমণে ইনজুরির মিছিল শুরু হয়েছিল। তিনি ছাড়াও এবাদত, শরিফুল, মিরাজ পড়েন ইনজুরিতে। এবাদত ও শরিফুল শ্রীলঙ্কা সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তাসকিন আর মিরাজের খেলা হচ্ছে না। মিরাজ ইনজুরিতে পড়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সুপার লিগের একটি ম্যাচ।
এমপি/আরএ/