রুমানার ২৪ বলের ১৭টিই ডট!
জাহানারার ফ্যালকনের পর রুমানার বার্মি আর্মিও জয় দিয়ে শুরু করেছে ফেয়ারব্রোক ফ্রাঞ্চাইজি আসর। বৃহস্পতিবার রাতে দুবাইতে অনুষ্ঠিত লো-স্কোরিং ম্যাচে রুমানার দল ৫০ রানে হারিয়েছে স্প্রিট ওমেন দলকে।
টস হেরে ব্যাট করতে নেমে রুমানার দল করে ৬ উইকেটে মাত্র ১২৫। জবাব দিতে নেমে স্প্রিট ওমেন দল ২০ ওভার খেলেও ৯ উইকেটে করে মাত্র ৭৫ রান। রুমানা ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু বল হাতে কৃপণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে উইকেট নেন ১টি। ইকোনমি বোলিং ছিল ১.৭৫। তার করা ২৪ বলের মধ্যে ১৭ বলেই ব্যাটসম্যানরা কোনো রান নিতে পারেননি। ছিল না কোনো চার কিংবা ছক্কা।
জাহানারাদের ম্যাচ ছিল রান ফোয়ারার। রুমানাদের ম্যাচ ছিল বোলারদের দাপটে ভরা। টস হেরে ব্যাট করতে নামার পার স্প্রিট ওমেনের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রুমানার দলের ব্যাটসম্যানরা রানই করতে পারছিলেন না। ওপেনার কাগিসু এগুডেজ ২২ বলে করেন মাত্র ৮ রান। পরে লাউরা ওয়েলভারডটের ৩৩ বলে ৩৮, অধিনায়ক হেথার নাইটের ২৫ বলে ৩৬, সিমাইন ক্যাম্পবেলের ১৭ বলে অপরাজিত ২৮ রানে অলআউট না হয়ে ৬ উইকেটে ১২৫ রান করে। স্প্রিটের সোফিয়া একলেসটন ১৫ রানে নেন ৩ উইকেট।
ছোট টাগের্টের পেছনে ছুটে স্প্রিট ওমেনের ব্যাটসম্যানরা বার্মি আর্মির বোলারদের আরও বেশি নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়েন। একদিকে রান করতে পারছিলেন না, অপরদিকেব উইকেটও পড়ছিল। দুই মিলে তারা ৯ উইকেটে মাত্র ৭৫ রান করে। দলের হয়ে শুধু ওপেনার নাথাখান চেনথাম সর্বোচ্চ ২১ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অংকের রান করতে পারেননি।
রুমানা প্রথম বল হাতে তুলে নেন ইনিংসের ষষ্ট ওভারে। তিনটি সিঙ্গেল দিয়ে ডট বল করেন তিনটি। এরপর ১২ নম্বর ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে ১ রান দিয়ে উইকেট নেন একটি। ডট বল ছিল চারটি। তার বলে সোফিয়া একলেসটন ডাউন দ্যা উইকেট খেলতে এসে ক্যাম্পবেলের হাতে স্ট্যাম্পিং হয়ে যান। তৃতীয় ওভার করেন ইনিংসের ১৪ নম্বর ওভারে। এই ওভারে তিনি মাত্র ১ রান দেন। এরপর শেষ ওভার করেন ইনিংসের ১৮ নম্বর ওভারে। শেষ ওভারেও রুমানা নিজের নিয়ন্ত্রিত বোলিং করা অব্যাহত রাখেন। রান দেন মাত্র দুটি।
রুমানা ছাড়াও দলের হয়ে আরও দুজন বোলার ৪ ওভার করে বোলিং করেন। তারা নরিস ১৭ রানে নেন ২ উইকেট। হ্যারিয়েট্টি ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ১ উইকেট।
এমপি/আরএ/