চীনে করোনা সংক্রমণ বাড়ায় স্থগিত এশিয়ান গেমস
চীনের হাংঝু শহরে চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির একাধিক শহরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২৩ সাল পর্যন্ত এশিয়ার বৃহৎ এ ইভেন্টটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৬ মে) এশিয়ান অলিম্পিক কাউন্সিল (ওসিএ) এক বিবৃতিতে স্থগিতের এ খবর জানায়।
বিবৃতিতে বলা হয়, ১৯তম এশিয়ান গেমস যা চীনের হাংঝু শহরে চলতি বছরের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা স্থগিত করা হলো।
এদিকে, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান অলিম্পিক কমিটির সঙ্গে বসেই চীন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে, স্থগিত ঘোষণার সময় কোনো কারণ ব্যাখ্যা করেনি চীনা কর্তৃপক্ষ।
বিবৃতিতে কবে আবার এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে তার নতুন তারিখ ঘোষণা সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি। সেখানে শুধু লেখা হয়েছে ‘পরবর্তীতে নতুন সময়সূচি ঘোষণা করা হবে’।
চীনে এর আগে দুইবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯০ সালে বেইজিংয়ে এবং ২০১০ সালে গুয়াজুংতে। এবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হাংঝুতে।
এশিয়ান গেমস আয়োজনের জন্য যাবতীয় প্রস্তুতি শেষ করেছিল আয়োজকরা। ৫৬টি ভেন্যুর নির্মাণ কাজ শেষ হয়েছিল। অপেক্ষায় ছিল ৪৪টি দেশের প্রায় ১১ হাজারেরও বেশি অ্যাথলেটদের পদচারণায় মুখরিত হওয়ার। কিন্তু শুরু হওয়ার ১২৭ দিন আগেই স্থগিত করতে বাধ্য হয় আয়োজকরা।
বর্তমানে চীনের বিভিন্ন শহরে করোনার প্রকোপ খুব বেড়েছে। হাংঝুর খুবই কাছের শহর সাংহ্ইা। এখানে গত এক সপ্তাহ থেকে পূর্ণ লকডাউন চলছে। চলাফেরা সীমিত করা হয়েছে বেইজিংয়েও।
এমপি/আরএ/