নিউ জিল্যান্ড টেস্ট দলে ফিরলেন উইলিয়ামসন
ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের জন্য নিউ জিল্যান্ড দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফিরিয়ে আনা হয়েছে। ইনজুরির কারণে তিনি ২০২১ সালের নভেম্বর থেকে টেস্ট খেলছেন না। উইলিয়ামসন ফিরে আসার পাশাপাশি ঘোষিত দলে নতুন মুখ একজন। তিনি হলেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।
টেস্ট দলে তিনি নতুন হলেও নিউ জিল্যান্ডের জার্সি পরে আর্ন্তজাতিক ক্রিকেটের স্বাদ তিনি পেয়েছেন ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে। খেলেছেন ৩টি ওয়ানডে ম্যাচ। তবে সেখানে তার জন্য ছিল না কোনো সুখবর। মার্চের ২৯ তারিখ নেদারল্যান্ডসের মতো দূর্বল প্রতিপক্ষের বিপক্ষে তার অভিষেক হলেও , তিনি রাঙাতে পারেননি। ৩ ম্যাচের ২ ইনিংস খেলে রান করেছেন মাত্র ৪। অভিষেকে রান করেছিলেন ১, পরের ম্যাচে ৩। তবে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাট হেসেছে বেশ ভালোভাবেই।
২০২০-২১ মৌসুমে তিনি ৭২৫ রান করেন। এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে তার মোট রান ৫২৬২। ১১টি সেঞ্চুরির সঙ্গে হাফ সেঞ্চুরি আছে দ্বিগুন।
নিউ জিল্যান্ডের ঘোষিত দল ২০ জনের। পরে সেখান থেকে দল নামিয়ে আনা হবে ১৫ জনে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২ জুন লর্ডসে। দ্বিতয়ি টেস্ট ১০ জুন ট্রেন্টব্রিজে এবং তৃতীয় টেস্ট হ্যাডিলিংতে ২৩ জুন শুরু হবে।
নিউজিল্যান্ড টেস্ট দল
কেইন উইলিয়ামসন (অধিনায়ক, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ক্যামেরন ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবিন্দ্র, হ্যামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নেইল ওয়াগনার ও উইল ইয়ং।
এমপি/এমএমএ/