সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

প্রত্যাবর্তনে রিয়াল মাদ্রিদের শেষ মুহূর্তের যাদু

ছবি: সংগৃহীত

অবিশ্বাস্য! বাস্তবে একই ঘটনা বারবার ঘটতে পারে? এ যেন কল্পনাকেও হার মানানো। এমন ঘটনা গল্পে বা সিনেমার চিত্রনাট্যে লেখকের ইচ্ছায় দেখা যেতে পারে যত্রতত্র। তাই বলে বাস্তবে? একবার বা দুইবার নয়, তিন তিনবার। উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ নকআউট পর্বের শেষ ষোলো থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল, এরপর সেমি ফাইনালেও তারা প্রত্যাবর্তনের গল্প লিখে পৌঁছে গেছে ফাইনালে। যেখানে তারা সঙ্গী হিসেবে পেয়েছে ইংলিশ ক্লাব লিভারপুলকে। দুই দল ফাইনালে মুখোমুখি হবে ২৮ মে প্যারিসে।

রিয়াল মাদ্রিদ এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখার পথে একে একে পেছনে ফেলেছে শেষ ষোলোতে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মাইকে (পিএসজি), কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চেলসিকে। সর্বশেষ বুধবার (৪ মে) রাতে ইংল্যান্ডের আরেক ক্লাব বর্তমান রানার্সআপ ম্যানচেষ্টার সিটিকে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের অনেক গল্প আছে। কিন্তু সেগুলো ছিল কোনো কোনো আসরে কোনো একটি নির্দিষ্ট ক্লাবের একটি নির্দিষ্ট ম্যাচে। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো এক আসরে টানা তিন ম্যাচে এ রকম প্রত্যাবর্তনের ঘটনা ফুটবলে বিশ্বে এই প্রথম।

প্রত্যাবর্তেনের সেরা গল্প বলা যায় বার্সেলোনার ক্ষেত্রে। ২০১৬ সালে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। পিএসজি ফাইনালে, ফুটবল খেলা যিনি বুঝেন না, তিনিও পিএসজির পক্ষে বাজি ধরবেন। কিন্তু মেসি-নেইমার-সুয়ারেজের সমন্বয়ে গড়া আক্রমণভাগ হাল ছাড়তে রাজি ছিল না। খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে ৩ গোল করে তারা ৬-১ গোলে ম্যাচ জিতে অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছিল ফুটবল বিশ্বে। ৫০ মিনিটে বার্সেলোনা ৩ গোল করার পর ৬২ মিনিটে কাভানির গোলে পিএসজির পাল্লা আবার ভারী হয়ে উঠে। খেলা গড়াচ্ছে শেষের দিকে। পিএসজিকে টপকাতে হলে বার্সেলোনাকে করতে হবে আরও ৩ গোল যা এক কথায় অবিশ্বাস্য। কারণ খেলা শেষ হতে বাকি মাত্র ২ মিনিট। সঙ্গে যোগ হবে কয়েক মিনিট ইনজুরি টাইম। ৮৮ মিনিটে ১ গোল ও ইনুজরি টাইমে আরও ২ গোল করে বার্সেলোনা জন্ম দিয়েছিল প্রত্যাবর্তনের সেরা গল্প।

যে রূপকথার জন্ম দিয়েছিল বার্সেলোনা, সেই বার্সেলোনাই নিজেরা আবার তার শিকার হয়েছিল ২০১৯ সালে। লিভারপুলের কাছে। নিজেদের মাঠে বার্সেলোনা জিতেছিল ৩-০ গোলে। কিন্তু লিভারপুলের মাঠে গিয়ে তারা ৪-০ গোলে হেরেছিল। ২০০৪ সালে ইতালির ক্লাব এসি মিলান কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনার কাছে এ রকম ঘটনার শিকার হয়েছিল। প্রথমে নিজেদের মাঠে ৪-১ গোলে জিতে গিয়েছিল দেপোর্তিভোর মাঠে। কিন্তু সেখানে গিয়ে হেরে বসে ৪-০ গোলে। ফলে ৫-৪ ব্যবধানে জিতে সেমিতে উঠে যায় স্প্যানিশ ক্লাবটি।

ফাইনালেও আছে এ রকম একটি প্রত্যাবর্তনের গল্প। এখানেও শিকার এসি মিলান। এবার তারা ফাইনালে শিকার হয় ইংলিশ ক্লাব লিভারপুলের কাছে। ২০০৫ সালে ইস্তামবুলে অনুষ্ঠিত ফাইনালে এসি মিলান এক পর্যায়ে ৩-০ গোলে এগিয়ে যায়। ফাইনাল এখান থেকে শিরোপা না জেতার কোনো কারণই নেই। কিন্তু লিভারপুল সেখানে নতুন ঘটনার জন্ম দেয়। মালদিনির জোড়া ও ক্রেসপোর এক গোলে প্রথমার্ধেই এসি মিলান ৩-০ গোলে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ৩ ও ৬ মিনিটের ব্যবধান ৩ গোল পরিশোধ করে লিভারপুল অবিশ্বাস্যভাবে খেলায় ফিরে আসে। নির্ধারিত সময় খেলা ৩-৩ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে লিভারপুল ৩-২ গোলে জিতে এসি মিলানের মুখের খাবার কেড়ে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে উঠে।

এ সবই হার মেনেছে রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তনের কাছে। বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে এক একটি বাধা অতিক্রম করেছে। শেষ ষোলোতে তারা পিএসজির মাঠে ১-০ গোলে হেরে নিজেদের মাঠেও প্রথমে ১ গোল হজম করে আরও বেকায়দায় পড়ে গিয়েছিল। কিন্তু পরে বেনজামার হ্যাটট্রিকে ৩-১ গোলে ম্যাচ জিতে ৩-২ ব্যবধানে বাধা অতিক্রম করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে। এখানে তারা পায় বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে।

স্ট্যাম্পফোর্ড ব্রিজে চেলসির মাঠে তারা বেনজামার আরেকটি হ্যাটট্রিকে ৩-১ গোলে ম্যাচ জিতে সেমির পথে এক পা দিয়েই রাখে। কারণ খেলা হবে আবার নিজেদের মাঠে। কিন্তু এবার চেলসি জন্ম দিতে চেয়েছিল প্রত্যাবর্তনের নতুন গল্প। ১৫, ৫১ ও ৭৫ মিনিটে তারা ৩ গোল করে ২ লেগ মিলিয়ে তারা এগিয়ে যায় ৪-৩ ব্যবধানে। ৮০ মিনিটে রিয়াল মাদ্রিদ একটি গোল পরিশোধ করে খেলায় সমতা আনে ৪-৪। এরপর খেলা গড়ায় ইনজুরি টাইমে। আর তখনই ত্রাতা হয়ে হাজির হন সেই করিম বেনজামা। ইনজুরি টাইমের ৬ মিনিটে তিনি গোল করে একই আসরে প্রত্যাবর্তনের দ্বিতীয় গল্প লেখেন। তারপর আসে সেমি ফাইনাল।

ম্যানসিটির মাঠে তারা ৪-৩ গোলে হেরে নিজেদের মাঠে আসে। বাঁধা অতিক্রম করতে হলে ২ গোলে জিততে হবে। সেখানে গোলই হচ্ছিল না। ৭৩ মিনিট গিয়ে উল্টো গোলই হজম করে বিদায়ের ধ্বনি শুনতে থাকে। খেলার শেষ বাঁশি বাজার অপেক্ষায়। যে কেনো সময় বাজতে পারে বাঁশি। আর রেফারির বাঁশি বাজলেই ফাইনালে টানা দ্বিতীয় বারেরমতো ফাইনালে উঠে যাবে ম্যানসিটি। আবার টানা দ্বিতীয়বারের মতো হবে অল ইংলিশ ফাইনাল। কিন্তু এই আসর যাদের প্রত্যাবর্তনের গল্পে ভরা তারা কী এতো সহজে বিদায়ের ধ্বনি শুনতে চাইবে? যেখানে আছেন আবার করিম বেনজামা নামে দুর্দান্ত ফর্মে থাকা এক ফুটবলার। তাইতো রেফারির শেষ বাঁশি বাজার আগেই ব্রাজিলিয়ান নতুন সেনসেশন রদ্রিগো ৯০ মিনিটে গোল করে দলকে উজ্জীবিত করে তুলেন। কিন্তু তখনো তাদের বিদায় ঘণ্টার শঙ্কা কাটেনি। ৫-৪ গোলে পিছিয়ে। এ সময় শুরু হয় ইনজুরি টাইম। ডিসপ্লেতে দেখানো হয় ৬ মিনিট। রিয়ালের জন্য পোয়াবারো। প্রথম মিনিটেই রদ্রিগো আবারও গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। এদিকে দুই লেগ মিলে খেলায় তখন সমতা ৫-৫। নির্ধারিত সময় খেলা শেষ হলে ফলাফল ৫-৫ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৫ মিনিটেই ত্রাতা হয়ে হাজির হন সেই করিম বেনজামা। পেনাল্টি থেকে গোল করে তিনি দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। যা দুই লেগ মিলে রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো এগিয়ে যায় ৬-৫ গোলে। খেলার বাকি সময় ম্যানসিটির পক্ষে আর সম্ভব হয়নি। এই ব্যবধান কমানোর। ফলে এক আসরে রিয়াল মাদ্রিদ টানা তিন ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে নতুন ইতিহাস সৃষ্টি করে।

এবার দেখার পালা ফাইনালে তারা লিভারপুলের বিপক্ষে কী করে?

এমপি/আরএ/

Header Ad

ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ তৃতীয় দিনটা শুরু করেছিল ২ উইকেটে ৪০ রান নিয়ে। ২৩ রানের মাথায় মেহেদী হাসান মিরাজ যখন বিদায় নেন তখনো ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৮৫ রান। তবে জাকের আলীর ৫৩ রানে ভর করে শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে পেরেছে বাংলাদেশ।

এর আগে অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে টাইগাররা। তৃতীয় দিনের শুরুতেই শাহদাত হোসেন দিপুর উইকেট হারায় বাংলাদেশ। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে মুমিনুল হক প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি এই দুই ব্যাটার।

তাদের বিদায়ে ফলোঅনের শঙ্কায় পড়ে টাইগাররা। তবে জাকের আলি ও তাইজুল ইসলামের ব্যাটে ফলোঅন এড়ায় লাল-সবুজের বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে।

মুমিনুল ২৩ বলে ৭ ও দিপু ৩১ বলে ১০ রানে নিয়ে তৃতীয় দিনে খেলতে নামেন। তবে এ দিন সুবিধা করতে পারেননি দিপু। দলীয় ৬৬ রানে ৭১ বলে ১৮ রান করে আউট হন তিনি।

দিপুর বিদায়ের পর ক্রিজে আসা লিটনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন। দেখেশুনে খেলে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন মুমিনুল।

৬২ রানের জুটি গড়েন লিটন ও মুমিনুল। তবে দলীয় ১২৮ রানে ১১৬ বলে ৫০ রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন লিটন। ৭৬ বলে করেন ৪০ রান।

এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ১৬৬ রানে ৬৭ বলে ২৩ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। এরপর তাইজুলকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন জাকের আলি। ৬৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

ফিফটি তুলে নেন জাকের। তবে দলীয় ২৩৪ রানে ৬৩ বলে ২৫ রান করে আউট হন তাইজুল। ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি জাকের। ফিরেছেন ৫৩ রান করে। তার বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি হাসান মাহমুদ। ১৬ বলে ৮ রান করে আউট হন তিনি।

এরপর তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম মিলে দিনের বাকি খেলা শেষ করেন। তাসকিন ১১ ও শরিফুল ৫ রানে অপরাজিত আছেন।

Header Ad

অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি-চালিত অটোরিকশা চলাচল সীমিত করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার । এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

উপ-প্রেস সচিব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার। আমরা আশা করি, এ বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে। ব্যাটারিচালিত অটোরিকশা শহরের রাস্তায় চলতে পারবে কি না, তা নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি সমাধান খুঁজে পেতে চায় সরকার।

এর আগে, ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার আদেশ দেয় হাইকোর্ট; যা তিন দিনের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এরপর থেকেই বিভিন্ন স্থানে আন্দোলন করে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এ সময় হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি জানায় তারা।

Header Ad

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১) (গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো।

এতে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সব হিসাবের হিসাব সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী) সংযোজিত এক্সেল শিট আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ ইউনিটে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।

নির্দেশনার আওতায় লেনদেন স্থগিত করা হিসাবগুলোর ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ -এর বিধি ২৬(২) প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

সায়মা ওয়াজেদ পুতুলছাড়াও সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডে রয়েছেন ডা. মাজহারুল মান্নান, মো. শামসুজ্জামান, জাইন বারি রিজভী ও নাজমুল হাসান।

উল্লেখ্য, সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক ও স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশে কাজ করে।

Header Ad

সর্বশেষ সংবাদ

ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
৫ বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় জিডি করলেন নওশাবা