রেকর্ড দামে বিক্রি হলো ম্যারাডোনার জার্সি
ম্যারাডোনার জার্সি রেকর্ড দামে বিক্রি হলো। ওই জার্সি পরে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি বিতর্কিত ও একটি শতাব্দীর সেরা গোল করেছিলেন তিনি।
১৯৮৬-র বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। পরে তিনি বলেছিলেন, 'হ্যান্ড অফ গড'। যে জার্সি পরে তিনি ওই গোল করেছিলেন সেটাই নিলামে রেকর্ড দাম পেল। ৯৩ লাখ ডলার বা ৭২ কোটি টাকায় ওই জার্সি বিক্রি হলো। লন্ডনে সদবিস অকশন হাউস থেকে এই জার্সি নিলামে বিক্রি হয়। এর আগে খেলার কোনো স্মারক এত বেশি দামে বিক্রি হয়নি।
কেন এই জার্সি?
১৯৮৬-র বিশ্বকাপ জেতার ক্ষেত্রে আর্জেন্টিনার সামনে অন্যতম কঠিন বাধা ছিল ইংল্যান্ড। এই ম্যাচটাই হয়ে উঠেছিল সবচেয়ে বিতর্কিত ম্যাচ। আজ পর্যন্ত ইংল্যান্ডে এই ম্যাচ নিয়ে আলোচনা হয়। ওই ম্যাচ আর্জেন্টিনা জিতেছিল ২-১ গোলে। দুইটি গোলই দিয়েছিলেন ম্যারাডোনা। তার মধ্যে একটি ওই হ্যান্ড অফ গড। সেটিই ছিল প্রথম গোল। ম্যারাডোনা হেড করার জন্য লাফিয়েছিলেন। রেফারি দেখতে পাননি, বলটি ম্যারাডোনার হাতে লেগে গোলে ঢোকে।
পরে ম্যারাডোনা বলেছিলেন, ওই গোলটি হয়েছে 'আ লিটল উইথ দ্য হেড অফ ম্যারাডোনা, আ লিটল উইথ দ্য হ্যান্ড অফ গড'। সহজ বাংলায়, গোলটির পিছনে কিঞ্চিত ম্যারাডোনা মাথা ও কিঞ্চিত ঈশ্বরের হাত কাজ করেছে।
তবে ওই ম্যাচেই ম্যারাডোনার দ্বিতীয় গোলটিকে অসাধারণ বললেও কম বলা হয়। ২০০২ সালে ফিফা আয়োজিত ভোটে ম্যারাডোনার ওই গোলটিই 'গোল অফ দ্য সেঞ্চুরি'-র শিরোপা পেয়েছে। ম্যারাডোনা আর্জেন্টিনার হাফ থেকে বলটি ধরে একের পর এক ইংল্যান্ডের ফুটবলারকে কাটিয়ে, গোলকিপারকে ধোঁকা দিয়ে জালে বল ঠেলে দেন।
ওই দুইটি গোলই ম্যারাডোনার চরিত্রকে ফুটিয়ে তুলেছে। একদিকে তিনি ফুটবলের রাজাপুত্র অন্যদিকে তিনি বেহিসেবী, ধ্বসাত্মক জীবনযাত্রায় রত।
এই বিশ্বকাপের আসর বসেছিল ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড যুদ্ধের চার বছর পর। তাই ম্যাচটি দুই দেশের কাছে বাড়তি গুরুত্ব পেয়েছিল। আর ওই বিশ্বকাপের পর ফুটবল ভক্তদের হৃদয়ে ম্যারাডোনার স্থান স্থায়ী হয়ে গেছিল। সেসময়ের ফুটবলে অবিসংবাদী নায়কের আসনে বসেছিলেন তিনি। কিন্তু মাদক নেয়া, একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ার পর ২০২০-তে মাত্র ৬০ বছর বয়সে চলে যান ম্যারাডোনা।