টিকা আবশ্যক নয়, উইম্বলডন খেলতে পারবেন জোকোভিচ
করোনা টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে কড়া নিয়মের বেড়াজালে পড়েছিলেন নোভাক জোকোভিচ। শেষমেশ খেলাই হয়নি বছর শুরুর সেই গ্র্যান্ড স্লাম। তবে বিশ্বসেরা টেনিস তারকার জন্য সুসংবাদ দিয়েছে উইম্বলডন। করোনার টিকা না নিয়ে থাকলেও উইম্বলডনে খেলা যাবে।
অল ইংল্যান্ড ক্লাবের চিফ এগজিকিউটিভ স্যালি বোল্টন জানিয়েছেন বিষয়টি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ব্রিটেনে প্রবেশ করার জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক না থাকায় উইম্বলডন কর্তৃপক্ষও তা বাধ্যতামূলক করেননি। সে কারণে টিকা না নেওয়া থাকলেও উইম্বলডনে খেলতে পারবেন টেনিস খেলোয়াড়রা। যার ফলে উইম্বলডনে খেলতে আর বাধা রইল না জোকোভিচের।
তবে বাধ্যতামূলক না থাকলেও কর্তৃপক্ষ অবশ্য টিকা নেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছে। বোল্টনের বলেন, ‘বাধ্যতামূলক না হলেও আমরা সব অংশগ্রহণকারীকেই টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহ দিতে চাই। তবে এটা গ্রাস কোর্টের এই গ্র্যান্ড স্লামে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো শর্ত নয়।’
এর আগে ফরাসি ওপেন কর্তৃপক্ষ এই বিষয়ে নিজেদের অভিমত জানিয়েছিল। ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ জানিয়েছিল, টিকা না নিলেও খেলা যাবে লাল মাটির গ্র্যান্ড স্লামে।
তবে করোনার টিকা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইউএস ওপেনের আয়োজকরা। মূলত তারা তাকিয়ে আছেন মার্কিন সরকারের সিদ্ধান্তের দিকে।
জোকোভিচ বর্তমানে পুরুষদের র্যাংকিংয়ে এক নম্বরে থাকলেও গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের বেশ কিছু নন-মেজর টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন টিকা না নেওয়ার কারণে। তবে উইম্বলডনের সিদ্ধান্ত নিশ্চিতভাবেই এ টেনিস তারকার জন্য সুসংবাদ ও শুভদিনের বার্তাবাহক।
এসএ/