চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪

ছবি : ঢাকাপ্রকাশ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়ীয়া সড়কে নবদম্পতিকে কুপিয়ে লুটের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে লুট হওয়া ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে নবদম্পতি মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হরিশচন্দ্রপুর প্রতিবন্ধী স্কুলের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। নবদম্পতির মধ্যে সাগর (স্বামী)-কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় এবং তার কাছে থাকা ৪৫ হাজার টাকা ও স্ত্রী’র স্বর্ণালঙ্কার লুট করে নেয় দুর্বৃত্তরা।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাগরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং ফেলে যাওয়া মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়।
ঘটনার পর সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দর্শনা থানায় ৩৯৪ ধারায় মামলা (জিআর-৩৬, ২৪.০২.২০২৫) রুজু করা হয়। এরপর পুলিশ ও ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মওলা বক্স (৫৪), ছালাম (৩৫), শাহাবুদ্দিন বদ্দি (৪২) ও আসকার (৪৬)। তারা সবাই দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, আটককৃতদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, "তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে, যাতে আরও তথ্য জানা যায়।"
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে।
