এক ম্যাচে তামিম ইকবালের দুই অর্জন
প্রিমিয়ার ক্রিকেট লিগে মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনটি ছিল যেন উৎসব আর আনন্দে মেতে উঠার দিন। দলগত আর ব্যক্তিগত সাফল্যে দিনটি ভরে উঠেছিল। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪ উইকেটে আবাহনীকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন হওয়ার পর দলের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকরা মিরপুরের হোম অব ক্রিকেটেকে আনন্দ নগরীতে পরিণত করেন। মিরপুরে ছিল দলগত সাফল্য অর্জন। এদিকে বিকেএসপিতে ছিল ব্যক্তিগত অর্জনের মেলা।
একই ম্যাচে এনামুল হক বিজয় প্রিমিয়ার লিগের এক মৌসুমে এক হাজার রান করার গৌরব অর্জন করেন বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে। প্রাইম ব্যাংকের এই ওপেনার শেষ পর্যন্ত ১১২ রান করে অপরাজিত থাকেন।
একই ম্যাচে এনামুল হক বিজয়ের পার্টনার তামিম ইকবাল খানও দুটি অর্জন স্পর্শ করেছেন। অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলার পথে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক র্স্পশ করার পাশাপাশি সেঞ্চুরি করেছেন ২০টি। তিনি ২০তম সেঞ্চুরি করেন নাসুম আহমেদকে ছক্কা মেরে রাজকীয়ভাবে। বর্তমানে তার রান ২৭৭ ম্যাচে ১০০১২।
এমপি/এসএ/