দেয়াল টপকে সাকিবের সঙ্গে সেলফি অতঃপর
ক্রিকেটাররা বাংলাদেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। খেলার মাঠ হোক, আর সামাজিক অনুষ্ঠান হোক কিংবা অন্য কোথাও,তাদের পেলেই ছবি তুলা, সেলফি তুলার হিড়িক পড়ে যায়। আর খেলার মাঠে আইন ভঙ্গ করে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে শুধু একটু ছুঁয়ে দেখতে গিয়ে থানায় যাওয়ার ঘটনাও আছে অনেক।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে এ রকম ঘটনার মুখোমুখি হয়েছেন সাকিব। এক ভক্ত দেয়াল টপকে মাঠে প্রবেশ করে সাকিবের সঙ্গে সেলফি তুলে আবার সেই দেয়াল টপকে বের হয়ে যান। এখানে অবশ্য মাশরাফি তাকে বের হয়ে যেতে সহায়তা করেছিলেন।
প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের চতুর্থ রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলায় গাজী গ্রুপের ইনিংস চলাকালে এই ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তা
নিরাপত্তা রক্ষীরা সেই ভক্ত আটক করেন। কিন্তু মাশরাফি গিয়ে হস্তক্ষেপ করে তাকে ছেড়ে দিতে বলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হলে সেই ভক্ত মনের আনন্দে আবার সেই দেয়াল টপকেই বের হয়ে যান। সঙ্গে নিয়ে যান সাকিবের ছোঁয়া ও সেলফি তুলার মধুর স্মৃতি।
এমপি/এমএমএ/