হার এড়িয়ে আবাহনীর জয়, মোহামেডানের ড্র
প্রিময়িার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিন বড় অঘটনের হাত থেকে বেঁচে গেছে জনপ্রিয় আবাহনী ও মোহামেডান। আবাহনী ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদকে ৪-৩ গোলে হারিয়ে। মোহমেডান শেখ রাসেলের কাছে রহমতগঞ্জের কাছে ১-০ গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের গোলে সমতা এনে মাঠ ছাড়ে। রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী গোলশূন্য ড্র করে। দিনের অপর ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশকে।
গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা প্রথমে দুই গোলে করে এগিয়ে যায়। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে মিসাওয়া গোল করেন। প্রথমার্ধে তারা ১-০ গোলেই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫০ মিনিটে সোমা গোল করে ব্যবধান দ্বিগুণ করলে আবাহনীর হারের শঙ্কা জেগে উঠে। এর আগে তারা এএফসি কাপে মোহানবাগানের কাছে হেরেছিল ১-৩ গোলে; কিন্তু এবার আর দমে যায়নি আবাহনী গা ঝাড়া দিয়ে উঠে। ১১ মিনিটের ব্যবধানে তারা ৪ গোল করে লিড নেয়। ৬৪ মিনিটে কলিন্দ্রেস গোল করে ব্যবধান কমান। ৬৬ মিনিটে রকিব সমতা আনার পর ৬৯ মিনিটে তার গোলেই আবাহনী ৩-২ গোলে লিড নেয়। ৭৫ মিনিটে রাফায়েলের গোলে আবাহনী ব্যবধান বাড়ায় ৪-২ গোলে। যোগ করা সময়ে মুক্তিযোদ্ধা সংসদ আরেকটি পেনাল্টি পায়। এবারো পেনাল্টি থেকে গোল করেন মিসাওয়া। এই জয়ে আবাহনী ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে।
বসুন্ধরা অ্যারেনায় শেখ রাসেল ২১ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায়। এই গোল তারা ৮৮ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল। কিন্তু এরপর জাফর গোল করেলে কপাল পুড়ে শেখ রাসেলের। ১২ ম্যাচে মোহামেডানের ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ট স্থানে এবং শেখ রাসেল ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে। সিলেটে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ গোলশূন্য ড্র করেছে। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। রহমতগঞ্জের পয়েন্ট ১০। তাদের অবস্থান নবম।
রাজশহীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে সাইফ স্পের্টিং গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ পুলিশকে। জামাল ভুইয়ার পরিবর্তে রিয়াদুল ইসলাম রাফির নেতৃত্বে নেমে জয়ী হয়েছে ৬-১ গোলে। প্রথমার্ধে সাইফ স্পোটিং ৪-১ গোলে এগিয়ে ছিল। সাইফের পক্ষে গফুরভ ২টি এবং নাইজেরিয়ান এমফন উদোহ, এমেকা গবোগ, ফয়সাল আহমেদ ফাহিম ও সাজ্জাদ হোসেন ১টি করে গোল করেন। পুলিশের পক্ষে একমাত্র গোলটি করেন ডিজেডজি। ১২ ম্যাচে সাইফের পয়েন্ট ১৮। তারা আছে পঞ্চম স্থানে। ১৬ পয়েন্ট নিয়ে পুলিশে আছে সাতে।
এমপি/এসএ/