জিতলেই শেখ জামাল চ্যাম্পিয়ন
প্রিমিয়ার ক্রিকেটে সুপার লিগের তৃতীয় রাউন্ডে শিরোপার দাবীদার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ হেরে যাওয়াতে সমীকরণে কিছুটা পরিবর্তন এসেছে। তৃতীয় রাউন্ডে শেখ জামাল জয়ী হলে আর লিজেন্ডস অব রূপগঞ্জ হেরে গেলে শেখ জামালই চ্যাম্পিয়ন হতো; কিন্তু দুই দল হেরে যাওয়াতে আগামীকাল চতুর্থ রাউন্ডে শেখ জামালের সামনে কোনো ‘যদি’ সমীকরণ নেই। জিতলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে তারা। লিজেন্ডস অব রূপগঞ্জের জয়-পরাজয়ে কোনো প্রভাব ফেলবে না। আর যদি হেরে যায় তাহলে শেষ রাউন্ডে নিষ্পত্তি হবে।
তবে একটি ‘যদি’ সমীকরণ আছে। শেখ জামালের পাশাপাশি যদি লিজেন্ডস অব রূপগঞ্জও হেরে যায়, তাহলে শেখ জামাল হেরে গিয়েও চ্যাম্পিয়ন হবে। কারণ তখন দুই দলের পয়েন্টের ব্যবধান চারই থেকে যাবে। যা শেষ রাউন্ডে গিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ী হলেও কোনো সমস্যা হবে না। ১২ ম্যাচে শেখ জামালের ২২, লিজেন্ডস অব রূপগঞ্জের ১৮ পয়েন্ট।
শিরোপার স্বপ্নে বিভোর শেখ জামালের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে তৃতীয় রাউন্ডে প্রাইম ব্যাংকের কাছে হেরে গিয়ে। সেই অপেক্ষা তারা আর দীর্ঘায়িত করতে চাইবে না। আগামীকালই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে শিরোপার উল্লাসে মাতোয়ারা হতে চাইবে। একই দিন বিকেএসপির ৩ নম্বার মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। লিজেন্ডস অব রূপগঞ্জ আগের ম্যাচে আবাহনীর কাছে হেরেছিল। বিকেএসপির ৪ নম্বারে মাঠের দুই প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। এই দুই দল জিতলে পয়েন্ টেবিলে তাদের অবস্থার হৃষ্টপুষ্ট হবে।
মিরপুরে আবাহনীর বিপক্ষে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকবে শেখ জামাল। প্রথম পর্বে তারা ৫ উইকেটে হারিয়েছিল আবাহনীকে। আজ তার পুনরাবৃত্তি করে শিরোপা নিশ্চিত করতে চাইবে। আবার শেখ জামালের মনোবল দুর্বল হওয়ার কারণও আছে। শিরোপা জয়ের পথে যাতে কেউ কাঁটা বিছিয়ে দেতে না পারে, সেজন্য তারা মোহমেডান থেকে মুশফিকুর রহিমও মেহেদি হাসার মিরাজকে নিয়ে এসেছিল। কিন্তু গত ম্যাচে এই দুই ক্রিকেটারই ইনজুরিতে পড়েন।
আগামীকালকের ম্যাচে মুশফিক খেললেও মিরাজের খেলা হচ্ছে না। তাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রামে দেওয়া হয়েছে। আগের ম্যাচে আবার ইনজুরিতে পড়েন ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। শিরোপার স্বপ্নে বিভোর শেখ জামাল এসব দুর্বলতা পেছনে ফেলে ম্যাচ জেতার জন্য মরিয়া।
এমপি/এসএ/