দুই সপ্তাহের পূর্ণ বিশ্রামে মিরাজ বিকল্প ভাবনায় নাঈম
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ দলকে লড়তে হচ্ছে ইনজুরির সঙ্গে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হওয়ার আগেই ইনজুরি নিয়ে ফিরেছেন দুই পেসার তাসকিন ও শরিফুল। দেশে আসার পর প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে গিয়ে প্রথমে ইনজুরিতে পড়েন পেসার এবাদত হোসেন। পরে একই ম্যাচে আবার ইনজুরিতে পড়েন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ।
এই তিন ক্রিকেটারই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড় ছিলেন। শ্রীলঙ্কা সিরিজে আগে এবাদত সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। যে কারণে তাকে স্কোয়াডে রাখা হয়েছে। শরিফুলকেও রাখা হয়েছে ফিট থাকা সাপেক্ষে। মুশফিকুর রহিমের ইনজুরিও গুরুত্বর নয়। আগামীকাল তিনি খেলবেন শেখ জামালের হয়ে মিরপুরে খেলতে নামবেন আবাহনীর বিপক্ষে। কিন্তু মিরাজের কাল মাঠে নামার সম্ভাবনাতো নেই-ই, এমন কি শ্রীলঙ্কার বিপক্ষে তার প্রথম টেস্ট খেলাও শঙ্কা পড়েছে। তাকে পূর্ন দুই সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে। এরপর তার হাতে আবার এক্সরে করা হবে। সেই এক্সরে রিপোর্টের উপিই নির্ভর করছে তার প্রথম টেস্ট খেলা, না খেলা।
ঢাকাপ্রকাশ-কে বিসিবির ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, মিরাজের ডান হাতের কনিষ্ট আঙ্গুলের হাড় ডিসপ্লে হয়ে গেছে। তার হাত ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। তাকে আমরা ২ সপ্তাহের পূর্ণ বিশ্রাম দিয়েছি। ২ সপ্তার পর আমরা তার হাতের ব্যান্ডেজ খুলে আবার এক্সরে করবো। তারপরও বুঝা যাবে তার ইনজুরির অবস্থা।’ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার খেলার সম্ভাবনা কতোটুকু জানতে চাওয়া হলে ডাক্তার দেবাশীষ বলেন, ‘ আমরা এখনই কিছু বলতে পারবো না। ২ সপ্তাহ পর হাতের ব্যান্ডেজ খুলে এক্সরে করার পর ইনজুরির অবস্থা দেখে তখন বুঝা যাবে।’
উল্লেখ মিরাজ রবিবার বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ইনজুরিতে পড়েন। ইনিংসের ১৭তম ওভারে মিরাজ মৃত্যুঞ্জয় চৌধুরী বলে তামিমের ক্যাচ ধরতে গিয়ে ডান হতের কনিষ্ঠ আঙ্গুল ফেটে যায়।
এদিকে মিরাজকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলা নিয়ে শঙ্কা দেখাতে নির্বাচকরা তার বিকল্প ভাবতে শুরু করেছেন। অফ স্পিনার নাঈম হাসানকে।
এমপি/এমএমএ/