স্বাধীনতা সংঘকে হারিয়ে বসুন্ধরার প্রতিশোধ
স্বাধীনতা সংঘকে ২-০ গোলে হারিয়ে প্রথম পর্বে হরের প্রতিশোধ নিয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন প্রত্যাশি বসুন্ধরা কিংস। লিগে নিজেদের প্রথম ম্যাচে স্বাধীনতা সংঘের কাছে ১-২ গোলে হেরে যাত্রা শুরু করেছিল বসুন্ধরা। এরপর আরা তারা হার মানেনি। প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে দ্বিতীয় পর্ব শুরু করে।
আজ হোম ভেন্যু রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে স্বাধীনতা সংঘ নেমেছিল বিদেশি ফুটবলার ছাড়াই। তারা দুইজন ব্রাজিলিয়ান ও একজনকরে সার্বিয়ান ও জাপানী ফুটবলারকে নিবন্ধন করিয়েছিল। কিন্তু তারা কেউই এখনো বাংলাদেশে এসে পৌঁছাতে পারেননি। অপরদিকে বসুন্ধরা কিংস খেলিয়েছে তাদের নতুন বিদেশি দুই ফুটবলার নিয়ে।
একজন ব্রাজিলের মিগুয়েল ফেরেইরা, অপরজন স্পেনের নুহা মারং। আবার খেলায়নি তাদের সেরা বিদেশি রবসন রবিনহোকে। নতুন দুই ফুটবলারের একজন মিগুয়েল ফেরেইরা বাজমাত করেন প্রথম ম্যাচেই দুই গোল করে। এই জয়ে ১২ ম্যাচে বসুন্ধরার পয়েন্ট ২৯, স্বাধীনতার পয়েন্ট ৬। বসুন্ধরা সবার উপরে, স্বাধীনতা সংঘ সবার নিচে।
বসুন্ধরার বিপক্ষে স্বাধীনতার জয় ছিল যেন ঝড়ের মাঝে কুড়িয়ে পাওয়া আমের মতোই। কারণ এরপর বসুন্ধরা যেমন আর কোনো ম্যাচ হারেনি, তেমনি স্বাধীনতা সংঘও কোনো ম্যাচ জিততে পারেনি। আজকের ম্যাচেতো বিদেশি ছাড়া খেলতে নামা স্বাধীনতা সংঘ ছিল আরো দূর্বল। যে কারণে তারা নুন্যতম কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। গোল পেতেও খুব বেশি সময় লাগেনি। ২৮ মিনিটে গোল করে এগিয়ে যায় বসুন্ধরা।
বিশ্বনাথের লম্বা থ্রো থেকে বক্সের মধ্যে জটলায় বল পেয়ে যান মিগুয়েল। সেখান থেকে বল জালে পাঠাতে ভুল করেননি তিনি। ৯ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন তিনি। বাম প্রান্ত থেকে ভেসে আসা ক্রস গ্রিপে নিতে ব্যর্থ হন স্বাধীনতার গোলরক্ষক। সুযোগ সন্ধানি মিগুয়েল দারুণ দক্ষতায় বল জালে ঠেলে দেন। খেলার দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি।
এদিকে গোলালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব নতুন কোচ জোসেফ আফুসির তত্বাবধানে প্রথমবার খেলতে নেমেই শুভ সূচনা করেছে। উত্তরা বারিধারাকে তাদের হোম ভেন্যুতে হারিয়েছে ২-০ গোলে। শেখ জামালের হয়ে গোল দুইটি করেন তাদের নতুন দুই বিদেশি নাইজেরিয়ান চিজোকে ও মুসা। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে আবাহনীর পয়েন্ট ২২। তারা আছে তৃতীয় স্থানে। উত্তরা বারিধারার পয়েন্ট ৮। তারা আছে দশে।
এমপি/এমএমএ/