মুশফিক-মিরাজ ইনজুরিতে
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ শিবিরে যেন ইনজুরির মিছিল শুরু হয়েছে। এমনিতেই নেই তাসকিন। ফিট থাকা সাপেক্ষে খেলতে পারবেন শরিফুল।এই দুই জনেই দক্ষিণ আফ্রিকা থেকে ইনজুরিকে সঙ্গী করে নিয়ে এসেছেন।
প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে তার ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে রুপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে গিয়ে ইনুজরিতে পড়ে হাতে ৭/৮টি সেলাই দিয়েছেন।
এদিকে রবিবার (২৪ এপ্রিল) আবার ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। এই দুইজনও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়। এদিন বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে এ দুই ক্রিকেটার ইনজুরিতে পড়েন।
মুশফিক ইনজুরিতে পড়েন ইনিংসের দশম ওভারে। পারভেজ রাসুলের করা ওভারে বাউন্ডারি লাইন থেকে ফিল্ডিং করতে গিয়ে তিনি বাম পায়ের গোড়ালিতে ব্যথা পান। ব্যথা পাওয়ার পরপরই তিনি ড্রেসিং রুমে চলে আসেন। সেখানে বরফ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন। মিরাজের ইনজুরি ছিল ইনিংসের ১৭তম ওভারে।
বোলার ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তামিমের ক্যাচ ধলতে গিয়ে তার ডান হতের কনিষ্ঠ আঙ্গুল ফেটে যায়। পরে ড্রেসিং রুমে তিনি ফিরে আসেন। এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার আঙুল ডিসপ্লে হয়ে যায়। পরে নিয়ে যাওয়া হয় বিকেএসপির পার্শ্ববর্তী শেখ ফজিলতুননেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে। সেখানে তার এক্সরে করানো হয়। পরে জানা গেছে তার আঘাত গুরুত্বর নয়। সেরে উঠতে সপ্তাহখানিক সময় লাগবে।
এ ব্যাপারে বিসিবি ডাক্তার দেবাশীষ চৌধুরী ঢাকাপ্রকাশকে বলেন, ‘তাদের ইনজুরির খবর আমরা জেনেছি। দুইজনেই একই ম্যাচে ইনজুরিতে পড়েছেন। খেলা হয়েছে বিকেএসপিতে। সেখানে তাদের চিকিৎসা হয়েছে। আমরা যোগযোগ রাখছি। দুইজনকে না দেখে বলতে পারবো না তাদের ইনুজরির ধরন কী রকম। কাল সকালে আশা করছি আমরা তাদের দেখতে পারব।
এমপি/এমএমএ/